পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/২২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఫి. ఈ షి বাঙ্গালীর ইতিহাস সূচিত হইতেছে, কিন্তু তাহাদিগের মধ্যে কেহই এই প্রদেশখয়ের অবস্থান নির্ণয়ের কারণ নির্দেশ করা আবশুক মনে করেন নাই। কৌশল বা দণ্ডভুক্তি জয় করিয়৷ দক্ষিণ-লাট বা দক্ষিণ-বিরাটে যুদ্ধযাত্র করা, দক্ষিণ-লাট বা দক্ষিণবিরাট হইতে যুদ্ধাৰ্থ বঙ্গদেশে আগমন, বঙ্গদেশ হইতে উত্তর লাট বা উত্তরবিরাট জয়ার্থ গমন এবং উত্তর-লাট বা উত্তর-বিরাট হইতে গঙ্গাতীরে প্রত্যাবর্তন অসম্ভব, স্বতরাং শব্দগত সাদৃশু অনুসারে "দক্ষিণ-লাডম্‌” “দক্ষিণরাঢ়" এবং “উত্তিরলাড" "উত্তর-রাচ” রূপে গ্রহণ করাই স্বসঙ্গত । রাজেন্দ্রচোল গঙ্গাতীর হইতে স্বদেশে প্রত্যাবৰ্ত্তন করিয়াছিলেন এবং গঙ্গাতীর পর্য্যম্ভ দিগ্বিজয়ের জন্ত স্বদেশে “গঙ্গেগোগু”, অর্থাৎ—“গঙ্গা-বিজয়ী” নামে পরিচিত হইয়াছিলেন । প্রথম মহীপালদেবের রাজত্বকালে কোন সময়ে কর্ণাটদেশীয় কোন রাজ৷ গোঁড়রাজ্য আক্রমণ করিয়াছিলেন। আর্য্য ক্ষেমীশ্বরবিরচিত "চণ্ডকৌশিক” নামক একখানি নাটকে এই ঘটনার উল্লেখ দেখিতে পাওয়া যায় । ১৮৯৩ খৃষ্টাব্দে মহামহোপাধ্যায় প্রযুক্ত হরপ্রসাদ শাস্ত্রী নেপাল হইতে চণ্ডকৌশিকের একখানি পুথি আনয়ন করিয়াছিলেন৭৮ । ইহাতে প্রথম মহীপাল চন্দ্রগুপ্তের সহিত এবং কর্ণাটগণ নবনদের সহিত তুলিত হইয়াছেন8ম । এই নাটকখানি । মহীপালদেবের বিজয়োৎসব উপলক্ষ্যে রচিত ও অভিনীত হইয়াছিল। এই সমসাময়িক গ্রন্থ হইতে কর্ণাটগণের আক্রমণ ও পরাভবের কথা অবগত হওয়া যায়। মহীপালদেব কর্তৃক পরাজিত কর্ণাটগণ কোন দেশের অধিবাসী ? খ্ৰীযুক্ত রমাপ্রসাদ চন্দ অনুমান করেন যে, কর্ণাট বলিতে কল্যাণ প্রদেশ বুঝায়, স্বতরাং এই সময়ের কর্ণাট-রাজগণ চালুক্য রাজবংশ সম্ভূত" । মহীপালদেবের রাজ্যকালে চালুক্য রাজবংশীয় দ্বিতীয় তৈল, প্রথম (৪৮) বঙ্গের জাতীয় ইতিহাস, রাজন্যকাগু ), পৃ: ১৭ও পাদটীক ৯০ ৷ (ss) Journal of the Asiatic Society of Bengal, vol LXII, 1893, Pt. 1, p. 250 (to) য: সংশ্রিত্য প্রকৃতিগহনামাৰ্য্যচাণক্যনীতিং জিত্ব নন্দান, কুস্বমনগরং চন্দ্রগুপ্তে। জিগায়। কর্ণাটত্বং ধ্রুবমুপগতানন্ত তান্যে হন্ডং ফোর্গাপাচ্য: স পুনরক্তবৎ ক্রমহীপালদেবঃ । -kurnal os the Asiatic Society of Bengal, 1893. pt I. p. 251.