পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/২৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

象》及 বাঙ্গালার ইতিহাস জালীন ছিলেন এবং ১৭৪৫ খৃষ্টাব্দে তাহার মৃত্যু হইয়াছিল। নয়পালদেবের রাজ্যকালে বৈদ্যজাতির প্রভূত উন্নতি হইয়াছিল ; বৈদ্য গ্রন্থকার চক্ৰপাণিদত্তের পিতা নারায়ণ, নয়পালদেবের রন্ধনশালার অধ্যক্ষ ছিলেন8ট । জনাৰ্দ্দন-মন্দিরের প্রশস্তি, বাজীবৈদ্যদেব৮৫ কৰ্বক এবং গদাধর মন্দিরের প্রশস্তি বৈদ্যবজ্রপাণি৮৬ কর্তৃক রচিত হইয়াছিল । এই খোদিতলিপিদ্ধয়ে শিল্পীর অনবধানতাপ্রযুক্ত বহু ভ্ৰম সত্ত্বেও রচয়িত্বগণের বিদ্যার ও রচনাকৌশলের যথেষ্ট পরিচয় পাওয়া যায়। নয়পালদেবের মৃত্যুর পরে তাহার পুত্র তৃতীয় বিগ্রহপাল গৌড় মগধ-বঙ্গের অধিকার লাভ করিয়াছিলেন । নয়পালদেবের রাজ্যকালে বিক্রমপুরবাসী দীপঙ্কর শ্রীজ্ঞান নালন্দ মহাবিহারের সঙ্ঘস্থবির নিযুক্ত হইয়াছিলেন। তিব্বত-রাজের অনুরোধে শ্ৰীজ্ঞান তথায় গমন করিয়াছিলেন।৮৮। তৃতীয় বিগ্ৰহপীলদেবের রাজ্যকাল হইতে পাল-সাম্রাজ্যের অধঃপতন আরম্ভ হইয়াছিল । খৃষ্টীয় একাদশ শতাব্দীর শেষপাদে উত্তরাপথে প্রবল রাজ-শক্তির একান্ত অভাব হইয়াছিল। আৰ্য্যাবর্তের এই ঘোর দুদিনে মুসলমান সেনাপতি আহমদ, নিয়াল-তিগীন অনায়াসে বিস্তৃত মধ্যদেশ অতিক্রম করিয়া পবিত্র বারাণসী নগরী লুণ্ঠন করিয়াছিলেন । বিশাল আর্য্যাবত্তের অসংখ্য রাজন্তগণের মধ্যে কেহই তাহাকে বাধা দিতে অগ্রসর হন নাই। গুর্জরেশ্বর প্রয়াগে প্রতিষ্ঠানের ক্ষুদ্র দুর্গে আত্মরক্ষার চিন্তায় (৮৪) চক্রদত্ত, ১৩০২ সাল, পৃ: ৪০৭ । (৮৫) গৌড়লেখমাল, পৃ: ১২০ ৷ (v*) Memoirs of the Asiatic Society of Bengal, vol. V p 78. (৮৭) পীত সজ্জন-লোচনৈঃ স্মররিপ্যে পূজা মুরক্ত সদ ] সংগ্রামে চতুরেী ] হধিক [ ঋ ] হরিত কাল: কুলে বিদ্বিষাং । চাতুব্বর্ণ্য-সমাশ্রয়ঃ সিতযশ পুঞ্জৈ ] জগন্দ্রজয়ন শ্ৰীমদ্বিগ্রহপালদেব—ম্পতি জজ্ঞে ততো ধামতৃৎ । ১৭ —গৌড়লেখমালা, পৃ: ১২৫ ৷ (wo) Indian Pandits in the Land of Snow by Rai Sarat Chandra Das Bahadnr, CIF., pp. 51-57. (*>) Frikhi-Baikaki (Bibliotheca Indica), p. 497.