পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/২৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম পরিচ্ছেদ ૨૭8 রাজবংশের কোন রাজার দাক্ষিণাত্যে যুদ্ধ যাত্রা করিবার অথবা দাক্ষিণাত্যের কোন স্থানে অধিকার রক্ষা করিবার ক্ষমতা ছিল না । পীঠী দক্ষিণ মগধের অংশের, অর্থাৎ বৰ্ত্তমান গয়া জেলার প্রাচীন নাম। দেশাবলী নামক গ্রন্থে পীঠঘট নামক একটি স্থানের উল্লেখ আছে৩৪ । ঘটা শব্দদ্বারা এই স্থান গঙ্গ বা অপর কোন নদীর উপরে অবস্থিত ছিল, ইহাই সুচিত হইতেছে । কতকগুলি প্রাচীন মুদ্রায় পঠ উৎকীর্ণ অাছে দেখিতে পাওয়া যায়৩৫ ইহা প্রাচীন পীঠীর মুদ্র হইলেও হইতে পারে। কিন্তু এই সকল মুদ্রার প্রাপ্তিস্থান নির্ণয় করিবার কোনই উপায় নাই এবং অস্থাপি ইহাদিগের মুদ্রণকাল নির্ণীত হয় নাই। সামস্তচক্রের নামমালায় সব্বাগ্রে পীঠীপতি মগধাধিপের নাম প্রদত্ত হইয়াছে এবং মূল শ্লোকে তিনি ‘বন্দ্য' উপাধিতে অভিহিত হইয়াছেন। সম্ভবতঃ ভীমযশঃ গৌড়েশ্বরের সামন্তচক্রের মধ্যে প্রধান ছিলেন ; ভীমযশের কোটের পাববর্ত্য-প্রদেশের অধিপতি বীরগুণের নাম উল্লিখিত হইয়াছে । বীরগুণ রামচরিতে" “নানারক্রুকুটকুটমবিকটকোটাটবাঁকষ্ঠিরবো দক্ষিণ সিংহাসনচক্রবর্তী” উপাধিতে অভিহিত হইয়াছেন ৩৬ ৷ ডাক্তার কিলহুর্ণ কর্তৃক সঙ্কলিত দক্ষিণাপথের খোদিতলিপিমালায় বীরগুণনামধেয় কোন রাজার নাম দেখিতে পাওয়া যায় নাখ ৭ । কোট” অথবা “কোটাটী” নামক কোন দেশের নাম অদ্যাবধি কোন প্রাচীন লিপিতে আবিষ্কৃত হইয়াছে বলিয়া মনে হয় না । ত্রযুক্ত নগেন্দ্রনাথ বস্তু বলেন, ইহা “বিশাল অরণ্যানীবেষ্টিত উড়িষ্যার গড়জাত প্রদেশ । আইন-ই-আকবরীতে এইস্থান কটক সরকারের অন্তর্গত 'কোটদেশ বলিয়াই অভিহিত হইয়াছে৩৮ * ইহা কোটাটবী হইলেও হইতে পারে। দণ্ডভূক্তি-রাজ জয়সিংহ “দণ্ডভুক্তিভূপতিরকৃতপ্রভাবকরকরকমলমুকুলতুলিতোৎকলেশ কর্ণকেশরাসরিদ্বল্লভকুম্ভসম্ভব:"৩৯ (28) Journal of the Asiatic Society of Bergal, 1904, pt, I. p. 178 Note 1. Catalogue of Colns in the Indian Museum, vol. I p. 1 (৩৬) রামচরিত, ২৫ টাকা । (eo) Epigraphia Indica, vol. VII, pp 1-170, (৩৮) বঙ্গের জাতীয় ইতিহাস ( রাজন্যকাগু ), পূ: ১৯১ ৷ ؛ اچ: ,statsf{s, sis (ده)