পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/২৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఫిల్హో বাঙ্গালার ইতিহাস লক্ষ্মণাবতী হইতে যেমন লক্ষেতি হইয়াছে, সেইরূপ রামাবতী পারস্ত ভাষায় রমোতি রূপ ধারণ করিয়াছে। ভ্রমক্রমে রমোঁতি স্থানে রমরেীতি লিখিত হইয়াছে৩৬ । রামাবতী স্থাপনের পরে রামপালদেব উৎকল ও কলিঙ্গ বিজয় করিয়াছিলেন এবং উৎকল-রাজ্য নাগবংশীয় রাজগণকে প্রত্যাপণ করিয়াছিলেন ৩৭ রামপালের জনৈক সামস্ত কামরূপ বিজয় করিয়াছিলেন ৬৮। কামরূপ রাজগণ বোধ হয়, এই সময়ে ক্রমশঃ দুৰ্ব্বল হইয়া পড়িতেছিলেন, কারণ, গৌড়েশ্বরগণ বারদ্বার কামরূপ-রাজ্য জয় করিয়াছিলেন। রামপালের এবং কুমারগালের রাজত্বকালে কামরূপরাজ্য অধিকৃত হইয়াছিল । এতদ্ব্যতীত সেনবংশীয় বিজয়সেন ও লক্ষ্মণসেন এক একবার কামরূপ অধিকার করিয়াছিলেন । দ্বিতীয় শূৰ্বপালের রাজ্যক’লে বৰ্ম্মবংশীয় শু্যামলবৰ্ম্মদেব বঙ্গদেশের সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন । র্তাহার পুত্র ভোজবৰ্দ্ধার তাম্রশাসনে তাহার রাজ্যকালের কোন উল্লেখযোগ্য ঘটনার বিবরণ নাই । শু্যামলবৰ্ম্ম জগদ্বিজয়মল্পের কন্য। মালব্যদেবীর পাণিগ্রহণ করিয়াছিলেন ১৯। শ্ৰীযুক্ত নগেন্দ্রনাথ বস্থর মতানুসারে জগদ্বিজয়মল্প এবং জগদেকমল্প একই ব্যক্তি ৭০, কিন্তু এই উক্তির পক্ষে কোন বিশ্বাসযোগ্য প্রমাণ দেখিতে পাওয়া যায় না । গুমিলবৰ্ম্মার পুত্র ভোজবর্ম পিতার মৃত্যুর পরে বঙ্গদেশের অধিকার লাভ করিয়াছিলেন । ভোজবৰ্দ্ধ, তাহার পঞ্চম রাজ্যাঙ্কে পৌণ্ডভুক্তির অন্তঃপাতী অধঃপত্তনমণ্ডলে কৌশাম্বী অষ্টগচ্ছু-মণ্ডলসংবদ্ধ উপালিক বা উল্পলিকা গ্রাম, মধ্যদেশবিনিগত উত্তর রাঢ়ের সিদ্ধলগ্রামবাসী পীতাম্বরদেবশৰ্মার প্রপৌত্র, জগন্নাথ দেবশৰ্ম্মার পৌত্র, বিশ্বরূপ দেবশৰ্মার পুত্র, শাস্ত্যাগারাধিকৃত (*) Ain-i Akbari ( Jarrett's Trans, ) vol. II, p. 131. (৬৭) ভবভূষণসন্ততিভূবমহুজগ্রাহজিতমুংকলহং য । জগবতিস্ম সমস্তং কলিঙ্গতস্তান নিশাচরান নিয়ন । রামচরিত, ৩৪৫ । (৬৮) তস্তজিতকামরূপাদিবিষয়বিনিবৃত্ত মানসম্পন্ত । মহিমানমায়নৰূপে যতমানন্ত প্রজাভিরক্ষার্থম । —রামচরিত, st৪৭ ৷ (৬৯) ভস্ত মালব্যদেব্যাসী কন্যা ত্ৰৈলোক্যস্বন্দরী। - सङ्गश्रछिम्नबझछ :दछग्नसौँ भद्दत्वोच्छदः । ' -Journal of the Asiatic Society of Bengal, New Series, vol. X, p. 170. - {१.,क्नब चाडीइ रेडिशन (ब्रांबनाक७), भूः २४० ।।