পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/২৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম পরিচ্ছেদ ૨૭૧ রামবেশৰ্ম্মাকে প্রদান করিয়াছিলেন ৭২ ৷ ভোজবশ্ব অথবা তাহার পুত্র রামপালের আশ্রয় গ্রহণ করিয়াছিলেন। রামচরিত' হইতে অবগত হওয়া যায় যে, বৰ্ম্মবংশীয় পূর্বদেশের জনৈক রাজা নিজের পরিত্রাণের জন্য নিজের হস্তী ও রথ প্রভৃতি রামপালকে উপহার দিয় তাহার আরাধনা করিয়াছিলেন ৭২ ৷ বর্শ্ববংশীয় নরপতি কর্তৃক রামপালের আশ্রয় গ্রহণের দুইটি কারণ অনুমান করা যাইতে পারে ; প্রথম রামপাল কর্তৃক বঙ্গ আক্রমণ এবং দ্বিতীয় সেনবংশীয় সামস্তসেন কর্তৃক বঙ্গদেশ অধিকার । বৃদ্ধ বয়সে রামপালদেব তাহার জ্যেষ্ঠপুত্র রাজ্যপালদেবের হস্তে রাজ্যভার অর্পণ করিয়। রামাবর্তীতে বাস করিয়া ছিলেন।৩। মুদগিরি বা মুঙ্গের অবস্থানকালে রামপালদেব তাহার মাতুল মখনদেবের মৃত্যু সংবাদ পাইয়াছিলেন মৰ্থনজেবের মৃত্যু সংবাদ শ্রবণ করিয়া রামপালদেব ব্রাহ্মণগণকে বহু ধন দান করিয়া গঙ্গী-সলিলে প্রবেশপূর্বক প্রাণত্যাগ করিয়াছিলেন এ । তিনি বোধ হয়, পঞ্চারিংশবর্ষকাল গৌড়-সিংহাসনে আসীন ছিলেন, কারণ, তাহার ৪২শ রাজ্যাঙ্কে প্রতিষ্ঠিত একটি মুক্তি আবিষ্কত হইয়াছে। তিব্বতদেশীয় ইতিহাসকার লাম। তারনাথ লিপিবদ্ধ করিয়া গিয়াছেন যে, রামপালদেব যচ্চারিংশ বৎসরকাল গৌড়ে রাজত্ব করিয়াছিলেন " ; অসম্ভব নহে; কারণ র্তাহার ৪২শ রাজ্যাঙ্কের খোদিতলিপি আবিষ্কৃত হইয়াছে। (**) Journal of the Asiatic Society of Bengal, vol. X, pp. 128-129. (৭২) স্বপরিত্রাণমিমিত্তং পত্য যঃ প্রাগ দিশীয়েন। বর-ৰাঁরণেন চ নিজ-স্তন্দন-দীনেন বৰ্ম্মণীরাধে ॥ রাম চরিত, ৩ ৪৪ ৷ (৬৩) তত্ৰ স রাজী নিবসন্নানাবিষয়সন্ধিবশে: স্বনুমৰ্পিতরাজ্যে রামঃ কান্ত সখশ্চিরং রেমে ॥ —রামচরিত, ৪।১। (৭৪) প্রাপ্তে কালে সরিতি দুর্বাসসাদিত্যাশ্রবলে বুজিন্মথনোহস্ততমুনিঃশ্রেণিকয়াদ্রিস্থতপুরাস্তরয় ॥ ইত্যধিমূদ্র গিরি কলয়ন ব্ৰহ্মভূবঃ স্বং বহুপ্ৰদাতাহলৌ । কৃতনিশ্চয়ঃ কৃতাৰ্থ প্রাস্থিত পৃথী পতিৰ্মহাসরিতং । —রামচরিত,৪৮৯ । (৭৫) জনজাতে রুদতি শুচ: সারবমগ্র স্ব তজ্জলং পুণ্যং ! বিরহসহপরিঙ্গনৈদুর্বিষহং রামে জাগমসস্বভূবং ॥ —ৰমেচরিত, ৪।১• । (*®) Indian Antiquary, vol. IV, p. 366.