পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/২৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

७कांशथ *ब्रिह्महश ૨:સ્વક অষ্টম রাজ্যান্ধের পরবর্তী সময়ে সমগ্র বরেন্দ্রভূমি আক্রমণ করিয়াছিলেন এবং পাল-রাজগণকে কিয়ংকালের জন্য র্তাহাদিগের পিতৃভূমি বরেজী হইতে নির্বাসিত করিয়াছিলেন। মদনপাল এই সকল যুদ্ধে কান্তকুজের গাহভবাল রাজবংশের রাজগণের নিকটে সাহায্য লইয়াছিলেন । কোন সময়ে, কিরূপে মদনপালের রাজ্যবসান হইয়াছিল এবং তাহার কোন বংশধর পাল-সাম্রাজ্যের কোন অংশের অধিকার প্রাপ্ত হইয়াছিলেন কিনা তাহ নির্ণয় করিবার কোন উপায় অদ্যবধি আবিষ্কৃত হয় নাই। মদনপালদেবই বোধ হয় পালরাজবংশেষ শেষ রাজা । খৃষ্টীয় স্বাদশ শতাব্দীর শেষভাগে গোবিন্দপাল নামক একজন নরপতি কিয়ৎকালের জন্ত মগধের অধিকার লাভ করিয়াছিলেন, কিন্তু সেন-রাজগণের আক্রমণে র্তাহার অধিকারের অধিকাংশ তাহার হস্তচু্যত হইয়াছিল। পরবর্তী অধ্যায়ে মুসলমান-বিজয়-প্রসঙ্গে গোবিন্দপালের রাজত্বের কথা আলোচিত হুইবে ১৪ । মদনপালদেবের একখানি তাম্রশাসন ও দুইখানি শিলালিপি আবিষ্কৃত হইয়াছে। মদনপাল তাহার অষ্টম রাজ্যাঙ্কে পেগু বৰ্দ্ধনভূক্তির অস্তঃপাতী কোটীবর্ষবিষয়ে কাষ্ঠগিরি (? গ্রাম, মহারাজী পটুমহাদেবী চিত্র","ঙ্ক মহাভারত পাঠ করিয়া শুনাইবার দক্ষিণাস্বরূপ চম্পাহিটিনিবাসী বটেশ্বরস্বামীশৰ্ম্ম-নামক জনৈক ব্রাহ্মণকে দান করিয়া ছিলেন- * । মদনপালদেবের তৃতীয় রাজ্যান্ধে একটি ষষ্ঠমুক্তি প্রতিষ্ঠিত হইয়াছিল’ভ। এই মূর্তিটি বিহার নগরে আবিষ্কৃত হইয়াছিল। তাহার উনবিংশ রাজ্যাঙ্কে আর একটি মূৰ্ত্তি প্রতিষ্ঠিত হইয়াছিল ; এই মূর্তিটি মুঙ্গের জেলায় জয়নগর গ্রামে আবিষ্কৃত হইয়াছিল’। কিন্তু এই দুইটি মূৰ্ত্তির একটিরও সন্ধান পাওয়া যায় না। (১৩) সিংহীস্বতবিক্রাস্তেনাঙ্গ,মধাম ভূবঃ প্রদীপেন। কমলাবিকাশন্তোষজভিষজ চশ্রেণ বন্ধুনোশেতাম।—রামচরিত, ৪২০ (১৪ গোবিন্দপালের রাজত্বকালের ঘটনাসমূহ সম্বন্ধে বাদশ পরিচ্ছেদে স্রষ্টব্য। (১৫) গৌড়লেখমালা, পূ: ১৫৪ ৷ (se) Cunningeam, Archaeological Survey Reports, vol. III,. p. 124 no. 16. * . (> *) Ibid, p, 125. No. 17. XLI.