পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/২৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ኟማ8 বাঙ্গালার ইতিহাস ৰাঙ্গলা দেশের কুলশাস্ত্রের ন্যায় রাজপুতচারণগণের বংশাবলীও ভ্রমপরিপূর্ণ এবং কল্পনাপ্রস্থত । এখন আর কেহ বিশ্বাস করে না যে, মেবারের রাণীগণ সূৰ্য্যবংশসদ্ভূত ভগবান রামচন্দ্রের বংশজাত। শ্রীযুক্ত দেবদত্ত রামকৃষ্ণ ভাণ্ডারকর প্রমাণ করিয়াছেন যে, রাণা-বংশের আদিপুরুষ জনৈক নাগর-ব্রাহ্মণের ঔরসে হীনজাতীয়া রমণীর গর্ভে জন্মগ্রহণ করিয়াছিলেন ১ । এখন আর কেহ বিশ্বাস করেন না যে, যোধপুরের রাঠোর রাজবংশ কান্তকুজ-রাজ জয়চ্চন্দ্রের বংশসস্তৃত। যোধপুর ব্রাজবংশের আদিপুরুষের সহিত কান্তকুজের গাহণ্ডবাল-বংশের শোণিতসম্পর্ক ছি নাই । পঞ্চনদের রোহতক জেলায় পালাম নামক গ্রামে আবিষ্কৃত ১৩৩৬ বিক্রমাঝে ( ১২৮৪ খৃষ্টাব্দে ) স্বলতান গিয়াস্-উদ্দীন বলবনের রাজত্বকালে উৎকীর্ণ একখানি শিলালিপি হইতে অবগত হওয়া যায় যে, উক্ত প্রদেশে প্রথমে তোমর-জাতির অধিকার ছিল ; পরে উহা চৌহান বা চাহমানগণ কর্তৃক অধিকৃত হইয়াছিলও। খৃষ্টীয় দ্বাদশ শতাব্দীর মধ্যভাগে চাহমান রাজ বীসলদেব তোমর-রাজগণকে পরাজিত করিয়া দিল্লী অধিকার করিয়াছিলেন ৪ । তোমর ও চাহমান-বংশীয় দিল্লীপতিগণ পঞ্চনদেরমুসলমান-রাজগণের আক্রমণে সর্বদা ব্যস্ত থাকিতেন। সময়ে সময়ে মুসলমানসেনাপতিগণ দিল্লীর অধিকার পর হুইয়া কান্তকুক্তের গাহড়বাল-বংশীয় রাজগণের অধিকার আক্রমণ করিতেন। গোবিন্দচন্দ্রের পুত্র বিজয়চন্দ্র, আমীর (সংস্কৃত হীর ) উপাধিধারী কোন সেনাপতিকে পরাজিত করিয়াছিলেন । পঞ্চনদ অধিকৃত হইলে গোর-রাজগণ উত্তরাপথের মধ্যদেশের প্রতি লোলুপ (5) Journal and Proceedings of the Asiatic Society of Bengal, New Series, vol. V, 1909, pp, 67-87, (*) Indian Antiquary, vol XL, 1912, p. 183, (3) Journal of the Asiatic Sosiety of Bengal, 1874, vol, XLIII, P, 108, (8) V, A, Smith–Early History of India, 3rd Edition, p. 387 ; কেহ কেহ এই কথায় বিশ্বাস স্থাপন করিতে প্রস্তুত নহেন। (t) অজনি বিজয়চন্দ্রে নাম তন্মায়রেক্সঃ স্বরপতিরিৰ ভূতৃৎপক্ষবিচ্ছেদক্ষ: ভূৱনদলনহেলাহর্বাহীরনার নয়নজলদধারা-শান্তভূলোকতাপ ॥১৭ -Epigraphia Indica, vnl. I N, p, 119,