পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/৩০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

苓矿勒 বাঙ্গালীর ইতিহাস উল্লেখই দেখিতে পাওয়া যায় না , কিন্তু তারাচীর শিলালিপি হইতে অবগত হওয়া যায় যে, কয়েকজন ব্রাহ্মণ কান্তকুজ-রাজ বিজয়চন্দ্রদেবের দেউ নামক জনৈক দাসকে উৎকোচ দ্বারা বশীভূত করিয়া কলহওঁী এবং বড়পিলা নামক গ্রামৰয় প্রাপ্ত হইয়াছে । এই শিলালিপি স্বারা প্রতাপধবলদেব জনসাধারণকে অবগত করাইতেছেন যে, পূর্বোক্ত গ্রামন্বয়ের রাজস্ব পূর্ববং সংগৃহীত হইবে। ইহা হইতে প্রমাণ হইতেছে যে, মহানায়ক প্রতাপধবলদেব সম্পূর্ণ স্বাধীন ছিলেন না। কান্তকুজ-রাজগণ র্তাহার অধিকারস্থিত গ্রামগুলি যাহাকে ইচ্ছা দান করিতে পারিতেন। বিজয়চন্দ্রের পুত্র জয়চ্চন্দ্রদেবের অধিকার পূর্বে গয়া অবধি বিস্তৃত ছিল ; কারণ, ১২৪০ হইতে ১২৪৯ বিক্রমান্ধের মধ্যে ( ১১৮৩– ১১৯২ খৃষ্টাক ) কোন সময়ে উৎকীর্ণ জয়চ্চঙ্গদেবের নামযুক্ত একখানি শিলালিপি বুদ্ধগয়ায় আবিষ্কৃত হইয়াছে২৪ । এই সময়ে মগধের অধিকার লইয়া পাল, সেন ও গাহভবাল-বংশীয় রাজগণের বিবাদ চলিতেছিল। পূর্বে কথিত, হইয়াছে যে, ১৪৪৫ খৃষ্টাব্দে গোবিন্দচত্রের মুঙ্গগিরি বা মুঙ্গের পর্য্যন্ত অগ্রসর হইয়াছিলেন । ১১৬৫ খৃষ্টাব্দে পাটনা জেলার বিহার মহকুমায় অবস্থিত নালন্দানগর গোবিন্দপাল নামক জনৈক নরপতির অধিকারভুক্ত ছিল। উক্ত বর্ষে নালন্দায় লিখিত একখানি ‘অষ্টসহিত্রিকা প্রজ্ঞাপরিমিতা’ লণ্ডনের রয়েল এসিয়াটিক সোসাইটির গ্রন্থাগারে রক্ষিত আছে ; এই গ্রন্থের পুম্পিকায় লিখিত আছে যে, ইহা নালন্দায় গোবিন্দপালদেবের চতুর্থ রাজ্যান্ধে লিখিত হইয়াছিল। “পরমেশ্বরপরমভট্টারকপরমলেীগত মহারাজাধিরাজ ক্রমগোবিন্দপালদেবস্ত বিজয়রাজ্যে সম্বৎসরে ৪ শূন্তোদকগ্রামবাস্তব্য শ্ৰীমন্নালন্দ.......মস্তু সর্বজগতাম২৫ ॥” গোবিন্দপালদেবের চতুর্থ রাজ্যাঙ্কে ১১৬৫ খৃষ্টাব্দে পতিত হইয়াছিল, কারণ ১২৩২ বিক্রমান্ধে গয়ায় উৎকীর্ণ একখানি শিলালিপি হইতে অবগত হওয়া যায় যে, উহা গোবিন্দপালদেবের চতুর্দশ রাজ্যান্ধে উৎকীর্ণ হইয়াছিল২৬ । ১১৭• R8) Proceedings of the Asiatic Society of Bengal, 1880. р. 77, (Rt.) Journal of the Royal Asiatic Society, New Series, vol. VIII 1876, p. 3.