পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$8 বাক্ষালার ইতিহাস হইয়াছিলেন ‘’ । ফা-হিয়েন বঙ্গদেশের প্রধান বন্দর তাম্রলিপ্তি নগরে দুই বৎসরকাল বাস করিয়াছিলেন এবং এই স্থান হইতে অর্ণবপোতে আরোহণ করিয়া সিংহল যাত্রা করিয়াছিলেন ** । দ্বিতীয় চন্দ্রগুপ্তের পত্নীর নাম ধ্রুবদেবী বা এবশ্বামিনী ২৩। ধ্রুবস্বামিনীর গর্তে কুমারগুপ্ত ও গোবিন্দগুপ্ত ** নামক দুই পুত্র উৎপন্ন হইয়াছিল। কুমারগুপ্ত পিতার মৃতুর পরে সিংহাসনে আরোহণ করিয়াছিলেন। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজ্যকালের দুইজন রাজকৰ্ম্মচারীর নাম আবিষ্কৃত হইয়াছে। মালবের উদয়গিরি পর্বতগুহার খোদিতলিপি হইতে অবগত হওয়া যায় যে, পাটলিপুত্রবাসী বীরসেন অর্থাৎ শাব তাহার সচিব ছিলেন “ । গোরক্ষপুর জেলায় ভরডিডিহ গ্রামে একটি শিবলিঙ্গ আবিষ্কৃত হুইয়াছিল। শিবলিজের গাত্রে একটি খোদিতলিপি আছে, তাহাতে উল্লিখিত আছে যে, বিষ্ণুপালিতভট্টের পুত্র কুমারমাত্য শিখরস্বামী সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের মন্ত্রী ছিলেন । মগধ ও বঙ্গের নানাস্থানে মহারাজাধিরাজ দ্বিতীয় চত্রগুপ্তের মুদ্রা আবিষ্কৃত হইয়াছে। পাটলিপুত্রের ধ্বংসাবশেষ খননকালে ডাক্তার পুনার দ্বিতীয় চন্দ্রগুপ্তের কয়েকটি তাম্ৰমুদ্র আবিষ্কার করিয়াছিলেন। এই জাতীয় তাম্রমুদ্রা অতীব দুষ্প্রাপ্য ভাগলপুর জেলায় স্বলতানগঞ্জের (২১) ভিন্সেণ্ট স্মিথ বলেন যে, ৩৩৬-৩৭ খৃষ্টাব্দের মধ্যে স্থলভ্য প্রতীিচ্য জগতের প্রথম দাতব্য চিকিৎসালয় স্থাপিত হইয়াছিল। বর্তমান ইউরোপখণ্ডের সর্বপ্রাচীন দাতব্য চিকিৎসালয় খৃষ্টীয় সপ্তম শতাব্দী তে পারী নগরে স্থাপিত হইয়াছিল, ইহার নাম দেবগৃহ ( Maison Dieu) V. A. Smith, Early History of India, 3rd Edition, p. 296. Note 2. (২২) সমসাময়িক ভারত, ৮ম খণ্ড, পৃঃ ২৮-১২৪ ৷ - (se) Fleet's Corpus Inscriptionum Indicarum, vol 141, p.43 (as) Annual Report of the Archaeological Survey of India, 1903-4, p. 107. Pl. xli-14. 1912-13, p. 61. (**) Fleet's Corpus Inscriptionum Indicarum, vol 111.p.35 (**) Journal of the Asiatic Society of Bengal, vol v. 1909. p. 459. - * (**) Annual Report of the Archaeological Survey, Eastein Circle, 1912-13, p. 61 * * -