পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

證輸 বাঙ্গালার ইতিহাস হইয়াছিল এবং মহারাজ স্কলগুপ্ত অবশেষে নিকৃষ্ট স্ববর্ণের মুদ্রা প্রচলন করিতে বাধ্য হইয়াছিলেন স্বনাগুপ্তের সুবর্ণমুদ্রা অতীব দুষ্প্রাপ্য কিন্তু বঙ্গ ও মগধের নানাস্থানে তাহার মুদ্র আবিষ্কৃত হইয়াছে। ১৮৮২ খৃষ্টাবো হুগলী জেলার মহানদ গ্রামে স্কন্দগুপ্তের জার একটি স্বর্ণমুদ্র আবিষ্কৃত হইয়াছিল “” । কনিংহাম গয়া হইতে এই জাতীয় একটি সুবর্ণমুদ্র সংগ্ৰহ করিয়াছিলেন ‘’ ৷ এই তিনটি মুদ্রাই ধনুৰ্ব্বানহন্তে রাজমুক্তিযুক্ত সুবর্ণমুদ্রা। ১৯৭৪ খৃষ্টাব্দে মেদিনীপুর জেলায় রাজা ও রাজলক্ষীযুক্ত স্কন্দ্রগুপ্তের একটি স্ববর্ণমুদ্র আবিষ্কৃত হইয়াছিল ফরিদপুর জেলায় সন্ধগুপ্তের আর একটি স্ববর্ণমুদ্র জারিঙ্কত হইয়াছিল । যশোহর জেলায় মহম্মদপুর গ্রামে তাহার কতকগুলি রজতমুদ্র আবিষ্কৃত হইয়াছিল “ । কিরুপে কিভাবে স্কনাগুপ্তের রাজ্য শেষ হইয়াছিল তাহা বলিতে পারা যায় না। সাত বৎসর পূর্বে, ঐতিহাসিক-সমাজের মতানুসারে, স্কন্দগুপ্ত দীর্ঘকাল রাজত্ব করিয়া, ৪৮৩ খৃষ্টাব্দে অথবা তন্নিকটবর্তী কোন সময়ে দেহত্যাগ করিয়াছিলেন, কিন্তু এই সাত বৎসরের মধ্যে অনেকগুলি শিলালিপি ও তাম্রশাসন আবিষ্কৃত হওয়ায় এই মত পরিবর্তিত হইয়াছে। ১৪৮ গৌপ্তাবো ( ৪৬৭-৬৮ খৃঃ অন্ধ ) মুদ্রিত স্কন্দগুপ্তের একটি রজত মুদ্র আবিষ্কৃত হইয়াছে ইহার পরে স্কন্ধগুপ্তের রাজ্যের আর কোন নিদর্শন পাওয়া যায় না। ১৯১৫ খৃষ্টাব্দে বারানসীর নিকটে সারনাথে তিনটি লিপিযুক্ত বুদ্ধমূৰ্ত্তি আৰিষ্কৃত হইয়াছিল,ইহার ... (A2) British Museum Catalogue of Indian coins, Gupta dynastise, p. xlviii.; W. A. Smith, Early History of India, 3rd Edition, p. 311. * (i.) Preeedings of the Asiatic Society of Bengal,1882,p 91, Journal of the Royal Asiatic Society 1889, p, 118 (ws) Ibid (vs) Catalogue of the Indian Museam, p, 187 No 7 ., , (৮৫) , গৌড়রাজমালা, পৃঃ ৫ - (98) Journal of the Asiatic Society of Bengal,Vol. xxlp 401 , ...(or) Catalogue of Indian coins, Gupta dynastisc, p coxx Journal of the Royal Asiatic Society, 1889, p. 134