পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ পঙ্কচ্ছেদ * রাজ্যকালে স্বরচিন্ত্র নামক একজন রাজা যমুনা ও নর্থার মধ্যবর্তী ভূভাগের শাসনকর্তা ছিলেন। এই সময়ে অর্থাৎ ১৬ংগোপ্তাৰে ( ৮৯ খৃ:জৰ ইন্দ্রবিষ্ণুর প্রপৌত্র বলবিষ্ণু পৌত্র, হরিবিষ্ণুর পুত্র, মহারাজ মাতৃবিষ্ণু ও তাহার কনিষ্ঠ শ্রাত ধম্ভবিষ্ণু বিষ্ণুর ধ্বজস্তম্ভ স্থাপন করিয়াছিলেন । ইরানে আবিষ্কৃত তৃতীয় শিলালিপি হইতে জানিতে পারা যায় যে, হুণরাজ মহারাজাধিরাজ আভাস্কৰiaখ রাজ্যের প্রথমবর্ষে ফান মাসের দশম দিবসে ইন্দ্রবিষ্ণুর প্রপৌত্র বরুণবিষ্ণুর পৌত্র, হরিবিষ্ণুর পুত্র স্বর্গগত মহারাজ মাতৃবিষ্ণুর অম্বুজ ভ্রাতা ধভবিষ্ণু, ভগবান বরাহমূৰ্ত্তি অর্থাৎ নারায়ণের একটি শিলাপ্রাসাদ নির্মাণ করাইয়াছিলেন । পিতৃকুলের পরিচয় হইতে প্রমাণ হইতেছে যে, ১৬৫ গোপ্তান্ধের শিলালিপির মহারাজ মাতৃবিষ্ণু ও র্তাহার কনিষ্ট ভ্রাত ধম্ভবিষ্ণু এবং হশরাজ তোরমানের রাজ্যের প্রথমবর্ষের খন্তবিষ্ণু ও তাহার স্বর্গগত জ্যেষ্ঠভ্রাতা মহারাজ মাতৃবিষ্ণু অভিন্ন। অতএব ইহা নিশ্চয় যে, ১৬৫ গোপ্তাষের পরে পঞ্চবিংশ অথবা ত্রিংশংবর্ধ মধ্যে মালবদেশের ঐরকিণ (বর্তমান ইরাণ ) বিষয় গুপ্তসাম্রাজ্যবিচ্যুত হইয়া হুণরাজ তোরমানে রাজ্যভূক্ত হইয়াছিল। ইহা হইতে অনুমান করা যাইতে পারে, যে যুদ্ধে গোপরাজ নিহত হইয়াছিলেন তাহার অব্যবহিত পরেই মালবদেশ ভান্থগুপ্তের অধিকারচ্যুত হইয়াছিল। কোন সময়ে মধ্যদেশ গুপ্তরাজগণের হস্তবিচ্যুত হইয়াছিল, তাহা বলিতে পারা যায় না ; তবে দামোদরপুরে আবিষ্কৃত তাম্রলিপি হইতে প্রমাণ হইতেছে যে, ভান্থগুপ্ত ২১৪ গোপ্তাহ্ম ( ৪৩৩ খৃঃ অদ ] পৰ্য্যন্ত জীবিত ছিলেন এবং এই সময়ে পৰ্য্যন্ত গৌড়দেশ তাহার অধিকারভুক্ত ছিল। ভাস্কগুপ্তের কোন মুদ্রা অদ্যাবধি আবিষ্কৃত হয় নাই। - - ভান্থগুপ্তের জীবিতকালে জখৰা অহার মৃত্যুর অব্যবহিত পরে মালবরাজ যশোধৰ্ম্মদেব মগধ, গৌড় ও বঙ্গ অধিকার করিয়াছিলেন। র্তাহার মঙ্গশোরে আবিষ্কৃত খোদিতলিপি হইতে অবগত হওয়া যায় যে, হিমালয় হইতে মহেন্দ্ৰগিৰি পৰ্যন্ত লোহিত্য বা ব্ৰহ্মপুত্র তীর হইতে পশ্চিমসমূদ্র পর্ঘ্যৰ তাছার অধিকার বিস্তুত হইয়াছিল। যশোধৰ্গদেবের ষে শিলালিপিতে উয়ার (sa) Fieet's Gupta Inscriptions, p. 86 ” (sv) Ibid, pp, 159-60 " . r * , , , ; * :