পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Պեր - বাঙ্গালার ইতিহাস ছিলেন। তিনি যুদ্ধে হৰ্ণবিজয়ী মৌখরীগণকে পরাজিত করিয়া তাহাদিগের খুশিক্ষিত রণতরী শ্রেণী বিপৰ্য্যস্ত করিয়াছিলেন : প্রাচীন গুপ্ত" সাম্রাজ্যের অধঃপতনের সময়ে মুখরবংশীয় রাজগণ মধ্যদেশে (যুক্ত প্রদেশে ) একটি নূতন রাজ্যস্থাপন করিয়াছিলেন। ইহারা অথবা মুখরবংশের অন্যকোনও শাখা মগধদেশের দক্ষিনাংশ বিজয় করিয়াছিলেন । বৰ্ত্তমান গয়া জেলার বরাবর পৰ্ব্বতে মৌৰ্য বংশীয় নরপতি অশোক প্রিয়াশী ও তাহার পুত্র দশরথ কর্তৃক খনিত গুহায়, যজ্ঞবর্ধার পৌত্র, শাৰ্দ্ধ লবৰ্মার পুত্র অনন্তবর্ষা কতকগুলি দেবকার্ধ্যের জছুষ্ঠান করিয়াছিলেন। প্রথম শিলালিপি লোমশ ঋষি গুহায় উৎকীর্ণ আছে । ইহা হইতে জানিতে পারা যায় যে, অনন্তবর্ণ এই গুহায় এক কৃষ্ণমূৰ্ত্তি প্রতিষ্ঠা করিয়াছিলেন “ । দ্বিতীয় শিলালিপি নাগার্জ,মী পৰ্ব্বতে বন্ডথি গুহায় উৎকীর্ণ আছে এবং ইহা হইতে জানিতে পারা যায় যে, এই গুহায় অনন্তবর্ণ হরপার্বতীর স্বর্তী প্রতিষ্ঠা করিয়াছিলেন । তৃতীয় শিলালিপিটি গোপীকাগুহায় উৎকীর্ণ আছে এবং ইহা হইতে জানিতে পারা যায় যে, অনন্তবর্ণ এই গুহায় কাত্যায়নী দেবীর মূৰ্ত্তি প্রতিষ্ঠা করিয়া উহার সেবার জন্য একখানি গ্রাম দান করিয়া ছিলেন - । হর্ষবৰ্ধন যে সময় উত্তরাপক্ষ অধিকার করিয়াছিলেন, মৌখরী রাজ্য সেই সময়ে লোপ হইয়াছিল। শেষ মৌখরীরাজ গ্রহবর্গ হর্ষবর্ধনের ভগ্নী রাজ্যশ্রীত্ব পানি গ্রহণ করিয়াছিলেন , এবং মালবের গুপ্তবংশীয় রাজা দেবগুপ্ত কওঁ,কপরাজিত ও নিহত হইয়াছিলেন । দামোদরগুপ্তের কঙ্গমহাসেনগুপ্তারসহিত স্থানীশ্বর-(বৰ্ত্তমানে থানেশ্বর) রাজ আদিত্যবৰ্মার বিবাহ হইয়াছিল* ° ! মহাসেনগুপ্তার পুত্র প্রভাকর বর্ধন সর্বপ্রথমে স্থানেশ্বর রাজবংশে সম্রাট (মহারাজাধিরাজ (»s) Fieet's Corpus Inscriptionum, vol III. p. 203. (se) Ibid. pp. 222-23. (yo) Ibid, pp. 524-25, (sa) Ibid, p, 227. (»v) एर्दछब्रेिष्ठ, 8र्ष ॐमहांन । (22) Harsha Charita of Bana Traus by Cowell and Thomas, pxii, Note 1, 肇 (so) Epigraphia Indica, voi viii, App. p. 12.