পাতা:বিবিধ প্রবন্ধ.djvu/১০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হিমালয়ে নীহার-পাশে । se কল্লোলিনী হাসিয়া হাসিয়া, লাফাইল্লা লাফাইলুং ছুটিতেছে। চারিদিক হইতে আরও কত ভগিনী আসিয়া তাহার সঙ্গে মিলিল। সকলে মিলিয়া, একত্র হইয়া, হাসিয়া খেলিয়া, DBtS DBuD DLD KBBD BDBD BBDBDBuD S Li KEY ইত্যাদি সম্মুখে যা কিছু বাধা প্ৰতিবন্ধক পড়িতেছে, তাহা সগৰ্ব্বে ঠেলিয়া ফেলিতেছে, চূর্ণ করিতেছে। কি তেজ, কি বীৰ্য্য, কত স্ফৰ্ত্তি, কত আনন্দ ! দৃশ্য অতি মনোহর | জীবনের প্রারম্ভে এইরূপই হইয়া থাকে। নদি । আরও কিছুদূর যাও, বয়স একটু বাড়ক, এন্ত লাফালাফি এত তেজ রহিবে না, এত উচ্চে হাসিবে না, এত উচ্চে গাহিবে না । কিন্তু তখন তোমার আর এক মূৰ্ত্তি দেখিতে পাই। সে মূৰ্ত্তিও কি সুন্দর। সে মুৰ্ত্তি, ধীর, গভীর, প্ৰশান্ত । এখন তুমি উগ্ৰা, কারালিনী! তখন তুমি প্ৰেমময়ী লক্ষ্মী। তোমার এই উগ্ৰমূৰ্ত্তিও সৌন্দৰ্য্যশালী ; কিন্তু এ সৌন্দৰ্য্যে ভালবাসার উদ্রেক হয় না, বরং ভয় হয়। বয়োধিক্যের সহিত তোমার যে মূৰ্ত্তি হয় তাহা দেখিলে কেমন যেন ভালবাসিতে ইচ্ছা হয়, কারণ, তখন তুমি পরোপকারে ব্ৰতী ! এখন, তোমার কাছে কোন জীব তিষ্ঠিতে পারে না। তখন, তুমি কত জীবকে ক্ৰোড়ে স্থান দিবে, লালন পালন করিবে, কত জীবকে বঁাচাইয়া রাখিবো। এখন তুমি কেবল ধ্বংশা করিতেছি, বড় বড় পাথরকে ছোট ছোট নুড়ি কয়িতোছ, ছোট ছোট পাথরকে মৃত্তিকাকাণায় পরিণত করিতেছ। তথন তুমি কৃষকের ক্ষেত্রে পলি দিবে, ক্ষেত্রের উৎপাদিকা শক্তি বাড়াইবে, কৃষিকাৰ্য্যের সুসার করিবে । তখন কত লোকের জীবন তোমার উপর নির্ভর করিবে ।