পাতা:বিবিধ প্রবন্ধ.djvu/১০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

sosë হিমালয়ে নীহার-পাশে। তখন লোকের আবুাসযোগ্য কত নুতন নূতন জমি প্ৰস্তুত কয়িবে। এখন তুমি পৃষ্ঠে যদি কোন বোঝা বহু ত তাহাকে চূৰ্ণ করিবার জন্য। তখন তুমি পৃষ্ঠে কত বোঝা বহিয়া বাণিজ্যের সহায়তা করিবে। এক কথায়, এখন তুমি নিতান্ত স্বার্থপর, তখন পরের হিন্তই তোমার ব্ৰত হইবে। অসংখ্য জীবের অশেষ হিত করিয়া পরে তুমি অনন্ত সাগরে । মিশিবে । তখন দৃশ্যতঃ তোমার জীবনের শেষ হইল বটে, নদীয় নদীত্ব গেল বটে। কিন্তু তখনও বাস্তবিক তোমার মৃত্যু হইল না, মহাসমুদ্রে বিলীন হইলে মাত্ৰ। মহাসমুদ্র তোমার জন্মদাতা । তিনি আপনার শরীর হইতে জলীয় বাষ্প হিমালয়ে প্রেরণ করিয়াছেন। ঐ জলীয় বাষ্প উচ্চ শৃঙ্গে তুষাররূপে সংহত হইয়াছে। তুষাররাশি এই বরফ নদীর আকারে নামিয়াছে। এই বরফ হইতে তোমার জন্ম। তোমার জীবনের শেষ হইলে জন্মদাতার ক্ৰোড়ে লুকাইলে । নদি ! তোমার জীবন আদর্শ জীবন, মানব জীবনের সহিত অনেকটা সৌসাদৃশ্য আছে। কিন্তু তোমার জীবনের আদি হইতে অস্ত পৰ্য্যন্ত যেরূপ স্বচক্ষে দেখিতে পাই, মানব জীবনের আদি অন্ত সেরূপ দেখিতে পাই না । মানবজীবনেয়ও কি বাস্তবিক ক্ষয় হয় না ? তোমার মত কোন অনন্তসাগরে মিশিয়া যায় ? ক্ষুদ্র মানবাত্মা অনন্তাত্মায় বিলীন হয় ? তোমার জীবনের আরম্ভ হইতে শেষ পৰ্য্যন্ত যেরূপ আমরা দেখিতে পাই, সেইরূপ মানুষ অপেক্ষা উচ্চ জীব কি মানব জীবনের আদি অন্ত দেখিতেছে ?