পাতা:বিবিধ প্রবন্ধ.djvu/২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S 8 *म्मूि श्रधन नरजौशम । কতকগুলি বৃক্ষে ফল ধরিয়াছে; তন্মধ্যে যে যে বৃক্ষের ফল মিষ্ট, কেবল তাহাই রক্ষণীয় । ভারতবর্ষের নবজীবনের সঙ্গে সঙ্গে, হিন্দুধৰ্ম্মের নবজীবনের সূত্রপাত হইয়াছে। ভাল চিহ্ন, আনন্দের বিষয় । কিন্তু যেন আমাদের স্মরণ থাকে, যে নবীন উৎসাহ, নূতন প্ৰেম, নবানুরাগ সচরাচর প্রবল হইলেও সকল সময়ে স্থায়ী হয় না। হিন্দুধৰ্ম্মের উপর নব্যবঙ্গের যে অনুরাগ, যে 'উৎসাহ দেখা যাইতেছে, তাহার স্থায়িত্ব যদি আমাদের বাঞ্ছনীয় হয়, তাহা হইলে, আমাদের ধৰ্ম্মকে সমাজ হইতে কতকটা বিচ্ছিন্ন করা অত্যাবশ্যক। হিন্দুধৰ্ম্মের সহিত হিন্দু সমাজের বর্তমান সম্বন্ধ অধিক দিন থাকিবে না ।-থাকিতে পারে না। হিন্দুDE DBDBB BY DDS DBD DStK KBDDBD DDBDS SDBB প্ৰশস্ত হউক না, আধুনিক বিজ্ঞানের সহিত হিন্দুধৰ্ম্মের ঘােতই কেন সামঞ্জস্য থাকুক না, যতদিন ইহা অবনতি গ্ৰন্ত, অদুরদর্শী, সঙ্কীর্ণমনা, সমাজের দৃঢ় শৃঙ্খলে আবদ্ধ থাকিবে, ততদিন ইং। নবজীবন পাইবে না । ~~ উপায় কি ? ভারতবাসী অতিশয় দরিদ্র। কৃষকেরা পেট ভরিয়া খাইতে পার না । অনাবৃষ্টির ত কথাই নাই ; এক বৎসর ভাল বৃষ্টি না হইলে, চারিদিকে হাহাকার রব শুনিতে পাওয়া যায় । শিল্পকারদের ব্যবসা চলে না ; তাহারা ক্ষুৎপীড়িত কুবকের সংখ্যা বৃদ্ধি করিতেছে। শিক্ষিত যুবকেরা চাকরির