পাতা:বিবিধ প্রবন্ধ.djvu/৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অনুকরণ । 懇》 ক্ষমতাবান পুরুষ, বড়লোক, দেবতাবৎ পূজিত হন ; জনসাধারণে র্তাহার সবই ভাল দেখেন, মন্দবিষয়ে অল্প । যে জাতি বুদ্ধি এবং বীৰ্য্যবলে এত বড় একটা দেশকে শাসনে রাখিয়াছে ; যে জাতির কীৰ্ত্তি বসুন্ধয়া ব্যাপী, যাহার সাম্রাজ্যে সুৰ্য্যাস্ত হয় না, সেই জাতিকে আমাদের মত হীনবল, বিজিত, বৰ্ত্তমানে অনেক বিষয়ে অপেক্ষাকৃত অনুন্নত জাতি যে ভয়, মান্য এবং “পুজা” করিবে, তাহা বড় আশ্চর্যের বিষয় নহে। অনেক শিক্ষিত যুবকদিগের নিকট ইংরাজ সমাজ আদর্শ সমাজ। অনেক সময়ে ইহা অজানত ; প্রকাশ্যে অনেকে ইহা স্বীকার কয়িবেন না ; তথাপি, জানত হউক আর অজানত DDDSBLLYDtS BDBDS S DDBB S S BBDDB S DBDBBDB অনুসরণ করিয়া থাকেন। চোখ খুলিয়া অনুসরণ করাতে উপকার ব্যতীত অপকারের সম্ভাবনা নাই। ইংরাজিদিগের নিকট হইতে শিখিবার আমাদের অনেক বিষয় আছে । তবে, আমাদের সমাজের কোন রীতিগুলি বাস্তবিক মন্দ, ইংরাজ সমাজের কোন রীতিগুলি বাস্তবিক ভাল, এবং আমাদের অবলম্বনীয়, ইত্যাদি বিবেচনা করিয়া কাৰ্য্য করা বিধেয় । অল্প অনুকরণ অতিশয় দুষ্য। ইংরাজ সমাজের সংযোগ এবং পাশ্চাত্য-শিক্ষার প্রভাবে, হিন্দুসমাজের কয়েকটি কুনিয়মে বিশেষরূপে আঘাত লাগিয়াছে। ঐ সকল কুনিয়ম হিন্দুসমাজকে এরূপ ভাবে জড়াইয়াছে, এরূপ কবিয়া “আকড়াইয়া” ধরিয়া রহিয়াছে, যে উহাকে বাড়িতে দিতেছে না । উহাদের সমুলে উচ্ছেদ অনেকু দিনের কথা । এখন উহাদের বন্ধন কিঞ্চিৎ শিথিল