পাতা:বিবিধ প্রবন্ধ.djvu/৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভারতে বিলাষ্ঠী সভ্যতা । বার অনেক কথা আছে, ইহা আমাদের মনে রাখা আবশ্যক। আইনের সাহায্যে, ভয় দেখাইয়া, বলপ্ৰয়োগ করিয়া, উহাদের বিনাশ করিতে চেষ্টাকরা বিধেয় নহে। অনেক সমাজ আছে যেখানে বাল্য বিবাহ নাই এবং বিধবাবিবাহ প্ৰচলিত, অথচ উহারা অসভ্য। লেণ্টা প্রভৃতি বহুতর অসভ্য জাতির অধিক বয়সে বিবাহ করিয়া থাকে ; বিধবা বিবাহেও তাহোদের এবং অনেক শূদ্ৰজাতির কোন আপত্তি নাই। ষে সকল সমাজ সংস্কারকেরা গবৰ্ণমেণ্টের সাহায্যে প্রাচীন সামাজিক প্ৰখাসকল উঠাইরা দিতে চান তাহারা জানেন না যে, তাহদের চেষ্টা সফল হইলেও আকাঙ্খিত ফললাভের আশা বড়ই BDBYS DB DDDBBDSSD DDBDS DDB S BDBBtS BBDBD প্রভাবে, অগ্র পশ্চাৎ বিবেচনা করিয়া করিতে পারিব তাহাই স্থায়ী এবং সাস্থ্যজনক উন্নতি হইবে। बछवा डीयन् विख्वनि-धिक। ኴ শিল্প এবং খনিকাৰ্য্যের বিস্তায় ব্যতীত ভবিষ্যতে আমাদের জীবনধারণ দুরূহ হইবে, এবং ইহার জন্য বিজ্ঞানচর্চার বিশেষ প্রয়োজন । অন্যান্য কারণে ও রিজ্ঞান-শিক্ষা বিশেষরূপে বাঞ্ছনীয়। প্ৰকৃতির পুস্তকপাঠে মন যেরূপ উন্নত ও প্রশস্ত হয়, বিজ্ঞানের আলোকে অজ্ঞানান্ধকার যেরূপ শীঘ্ৰ তিরোহিত হয়, তেমন আর কিছুতেই হয় না। বিজ্ঞানের