পাতা:বিবিধ প্রবন্ধ (ভূদেব মুখোপাধ্যায়) প্রথম ভাগ.djvu/৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিবিধ প্রবন্ধ"। Q & রাম উত্তর করিলেন— কিমন্ত্যৎ, পুনঃ প্রাপ্ত জানকী । অন্য আর কি, জানকীকে আবার পাইয়াছি। বাসস্তী। জয়ি দেব ! ক সা ? । হে দেব ! কৈ তিনি ? রামঃ । পশ্য—নন্বিয়ং পুরত এব। দেখ, এই আমার সম্মুখেই রহিয়াছেন। বাসন্তী। অয়ি ! কিমিতি মৰ্ম্মচ্ছেদদারুণৈরেভিঃ প্রলাপৈঃ ? মৰ্ম্মচ্ছেদকারী নিদারুণ এ সকল প্ৰলাপ কি জন্য ? রামঃ । সখি কুতঃ প্রলাপা: ? । সখি প্রলাপ কোথা ? গৃহীতে যঃ পূৰ্ব্বং পরিণয়বিধৌ কঙ্কণধর শ্চিরং স্বেচ্ছাস্পশৈ রমৃতশিশিরৈর্যঃ পরিচিতঃ । সএবায়ং তস্যাস্তুহিনকরকোপম্যস্ব ভগো ময়া লন্ধঃ পণিললিতলবলীকন্দলনিভঃ ॥ বিবাহ সময়ে কঙ্কণধর ষে কর আমি পূৰ্ব্বে ধারণ করিয়াছিলাম, অমৃতের ছায় শীতল যে কর স্বেচ্ছাধীন স্পর্শদ্বারা চিরপরিচিত, তুষার এবং করকার তুল্য স্নিগ্ধ লবলীনবপল্লববৎ কোমল তাহার সেই এই কর আমি লাভ করিয়াছি । মোহগ্ৰস্ত রাম এই সময়ে মনে করিয়াছিলেন যেন সীতার হাতটি ধরিয়াছেন । তিনি বলিলেন— আনন্দনিমীলিতেন্দ্রিয়ঃ সাধবসেন পরবীনস্মি, তৎ তং তাবদেনাং ধারয়। আনন্দে আমার ইন্দ্রিয়গ্রাম জর্জীভূত হইয়াছে। আমি বিকল হইয়া গড়িয়াছি। অতএব তুমি ইহঁাকে ধারণ কর।