পাতা:বিভূতি রচনাবলী (দশম খণ্ড).djvu/২২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$38 বিভূতি-রচনাবলী এতকাল পরেও বিনোদিনীর সেই বাসা-••লেই জলপানের খালা স্পষ্ট দেখতে পেলেন । লালপাড় গরদের শাড়ীপরা বিনোদিনী হাসিমুখে নতনেত্ৰে সামনে বসে । বিনোদিনী বলচে–“কি ঠাকুর, সবগুলো খেতে হবে। ফেললে চলবে না, আপনি ৰে গুণী লোক, আপনাকে খাইয়ে তৃপ্তি পাই ।” —“সত্যি ?” —“সত্যি না তো কি মিথ্যে ঠাকুর । থান খান ।” দীনদয়াল বলতে ধাচ্ছেন, এমন সময় কি একটা গোলমালে তার চমক ভাঙলো । KKSKBBB BB BBBB BBS BB BB BBB BB BBBS BB BSBB চিনলেন না, তবে ওদের মধ্যে একজন হোল বৰ্দ্ধমান কাছারীর ডিছিনবিশ কাসেমালি মল্লিক । ব্যাপারটা বুঝতে পারলেন ওদের কথাবার্তা থেকে, কাসেমালি মল্লিক কোন ভালো কবিরাজ এনেচে পালকি ক’রে। এখুনি দেখতে আসবেন তিনি। • কাসেমালি বলচে—‘এই মাত্র খবর শুনলাম। সবগুলো কাছারিতে আজ গাতি-জমার বিলির দিন । ঘোড়া ক’রে ফিরতে বেলা দু’পহর হয়ে গেল। নামাজ সেরে ভাতপানি গালে দিয়ে সবে শুইচি, শুনলাম চকত্তি মশায়কে ডুমুরদার খাটে অন্তর্জলি করতে নিয়ে গিয়েচে কাল রাত্তিরে । বলবো কি, শুনে মনটার মধ্যে কেমন ক’রে উঠলো। আর থাকতে পারলাম না। চকত্তি মশায় গেলে এদিগরের ইন্দ্রপাত হয়ে যাবে যে ! অমন গান কে বধিবে, অমন শিবের কুচুনি-পাড়া যাওয়ার পাঁচালী কে গাইবে । অমন অনুপ্রাসের ঘট। আর শুনবো না । আহা হা! এখনো মনে আছে, গেয়েছিলেন যষ্ঠিতলার বারোয়ারীর अtञ८द्भ-- পঞ্চভূত মন্ত্রপূত ভূত বিশ্বময় ভূতে ভূতে ভূতোনন্দী, ভূত বিশ্বময় । আহা হা ...বলি রামজয় কবিরাজ মশাইকে ডেকে এখুনি আমাকে ডুমুরুদ’র ঘাটে যেতে হচ্ছে—তখুনি পাইক পাঠিয়ে দিলাম—- কাসেমালি ঝুকে পড়ে বলতে লাগলো—“ও চক্ষত্তি মশাই ? কেমন আছেন ? চিনতে পারেন আমাকে ?” দীনদয়ালের মনে একটা প্রেমের ও ভাবের ঢেউ এল, তিনি কাসেমালি মল্লিককে খুব আপ্যায়িত করবেন ভাবলেন, বললেন—“এসে বাবা এসো ! কেন কষ্ট ক'রে কবিরাজ আনতে গেলে বাবা ? আমি তো বেশ ভালো আছি। বোলো, বাবা।” কিন্তু কাসেমালি কি তার কথা শুনতে পেলে না 7 লোকজনের দিকে চেয়ে বঙ্গে, “আছা, লোক চিনতে পারচেন না। কথাও বলতে পারচেন না। গলার স্বরে অনুপ্রাসের মুক্তে বর্ষে গিয়েচে, আজ তার গলার স্বর বন্ধ। আল্লার মরঙ্গি।” ভারপর কবিরাজ এসে বললো মাথার শিয়রে। দেখে শুনে বলে, “স্থচিকাতরণ দেবো। আহা, কি লোক। অমন