পাতা:বিভূতি রচনাবলী (দশম খণ্ড).djvu/৩৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অনুসন্ধান O80 ওই তো সেই কুলুঙ্গিট। ওটাতে উনি একদিন রসগোল্লা এনে মুকিয়ে রেখে इषे। করেছিলেন। একটা বিলিতি ওষুধের কাগজের বাক্সের মধ্যে রসগোল্লা ছিল জ্বকোনো । উনি বলেছিলেন-কি বলে তো ওতে ? প্ৰগলভ নববধূ বলেছিল—তোমার জিনিস তুমিই জানে। ও তো একটা বিলিতি ওষুধ। —বাজি ফেলবে ? —অত শত আমি বুঝি নে। কি ওতে ? —রসগোল্লা । -एांउँौ । —গা ছুঁয়ে বঙ্গচি। এই স্তাখো—ক’ট খাবে বলে । তারপর দুজনে কাড়াকড়ি করে সেই রসগোল্লা খেয়েছিল—ত্রিশ বছর আগের কথা । মনে হচ্চে কাল ঘটেচে। এখানে বসে বডড বেশি করে স্বামীর কথা মনে পড়চে ননীবালার। সৰ দ্বরে, সব বারানায়, প্রতি কোণে, ওই রান্নাঘরের খেতে বসবার বড় কাঠাল কাঠের পিট্টিখানায় ওর নববধূর্জীবনের স্মৃতি মাখানো। তরুণ স্বামী সেখানে ঘুরচেন এঘরে ওঘরে, ও নিজে সেখানে ব্রীড়ামন্ত্র কুষ্ঠিত কিশোরী বধু, নতুন প্রেমের স্পর্শে দুরুহুরু বুক নিয়ে অলিভাপরা পায়ে এম্বরে ওঘরে গৃহকাজ করে বেড়াচ্চে নবীন উৎসাহ নিয়ে ! ননীবালার মনে হচ্চে যেন ওম্বরে গেলেই দেখবে তিনি বসে আছেন তক্তপোশে আবার ওঘরে থাকলে মনে হয় বুঝি এম্বরে এলেই দেখা পাবে। আগেকার দিনের মত লুকোচুরি খেলা এখনো কি চলচে ? একবার উনি নতুন ধানের শিষ নিয়ে এসে ঘরে ঢুকলেন। বল্পেন-লক্ষ্মীর বাপিতে ८ब्रtथ शांe । नछून खषिद्र नळून थांन । *ीथ बांखांe, छूमि चाब्रव्र जचौ, नॅीक वांछिtब्र অভ্যর্থনা করা নিয়ম তোমার। ঠিক স্থপুরের গম্‌ গম রোঙ্গে অলপ নিমফুলের গদ্ধের মধ্যে কতকাল আগের তার কথাই মনে পড়ে। ননীবালা একদৃষ্টে চেয়ে থাকে বঁাশঝাড়ের ঘন ডালের দিকে, কিন্তু মন তখন অতীত দিনের কোন আবেশতুর মুহূৰ্ত্তটিতে স্থিরনিবদ্ধ। হয়তো সে সময় ছেলে স্বরেশ বলে ওঠে—মা, একটু খাবার জল দাও না। ননীবালা চমকে ওঠে ধ্যান ভেঙে, লজ্জা পায় পাছে ছেলে কিছু বা বুঝে ফেলে। ছেলেকে জল দিয়ে হয়তে কাথা সেলাই করতে বলে গেল, কিংবা নতুন-পাড়া তেঁতুলের রাশ বঁটি পেতে কাটতে আরম্ভ করে দিলে। অমনি মনে পড়ে যায় সেই সব দিনে এমন চৈত্রের দুপুরে— বাড়ীর পেছনের গাছের তেঁতুলের রাশ এমনি কাটুতে বসেছিল একদিন— উনি পেছন থেকে এসে চুপিচুপি বলেন-তেঁতুল কাটা রাখে ৷ স্থন দিয়ে নেৰুপাত দিয়ে তেঁতুল জয়াও জিকি বেশ করে ? 彎 —চুপ। মার্টের পাবেন। পালাও ভূমি। তেঁতুল খেলে জর হয়। : -हेन् ! छेनि ८क्म चांद्र थारदम नl, ७कला चांनि थारद! किमी ? बl घूमूछ। छूनि