পাতা:বিশ্বকোষ ঊনবিংশ খণ্ড.djvu/১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিশাখপত্তন ' পরিভ্রমণ করিয়া বঙ্গোপসাগরে মিশিয়াছে এবং কতকগুলি শাখা • নদী গোদাবরী ও মহানদীর কলেবর পুষ্ট করিতেছে। পূৰ্ব্বঘাট শৈলশ্রেণীর পশ্চিমাংশে জয়পুর-জমিদারীর অধিकर* बिष्ट्रङ । देश •नाथांद्रगड: गर्सडनडून ७ जत्रगयग्न । এই জেলার উত্তর ও উত্তরপশ্চিমাংশে কন্ধ ও শবর জাতির বাস । উত্তর প্রাস্তে নিমগিরি পর্বতশ্রেণী অবস্থিত । নিমগিরি হইতে দক্ষিণ-পূর্বাংশে যে স্রোতস্বর্তী প্রবাহিত, তাছাই শ্ৰীকাকোল ও কলিঙ্গপত্তন নামক স্থানে নদীর আকার ধারণ করিয়াছে । বিমলিপত্তন ও কলিঙ্গপত্ত্বন নগর ব্যবসায় ও বাণিজ্যে ক্রমশঃ Bद्रउ श्हेब्रा खैf:उरल् । नभूजद्र जैौब्रहिङ गमठण छूमि অধিকাংশই পৰ্ব্বতময় । সমুদ্রের প্রান্তভূমি এবং বিশাখপত্তন বন্দরের প্রবেশপথ অত্যন্ত রমণীয় । এইস্থানে গবমেন্টের অনেকগুলি বনবিভাগ আছে। এতদ্ভিন্ন অন্তান্ত স্থান জমিদারীসম্পত্তি। জয়পুর রাজ্যের অধিকাংশ স্থলই জঙ্গলময় । পালকোগুর বনে এবং গোলকেও তালুকের বনবিভাগে বহুতর বৃক্ষ ও আঁশ জন্মিয় থাকে। সৰ্ব্বসিদ্ধি তালুকে অনেক জমি পতিত অবস্থায় রহিয়াছে। পাৰ্ব্বতীপুত্ব তালুকে অনেক শালবৃক্ষ

  • ां 3ग्न झांग्र !

ইতিহাস -বর্তমান বিশাখপত্তন সহর পূর্বকালে কলিঙ্গবাজ্যের অন্তৰ্ভুক্ত ছিল । পরিশেষে প্রাচ্য চালুক্যবংশীয় রাজগণ এই স্থানটী অধিকার করেন । সময়ান্তরে উড়িষ্যার গজপতিরাজার ও তৈলঙ্গের রাজগণ অধিকারপূর্বক ইহাতে শাসনদণ্ড পরিচালিত করিয়াছিলেন । অতঃপর বাহ্মণবংশের রাজা ২য় মহম্মদ উড়িষ্যবিজয়ে জনৈক নৃপতির সাহায্য করায় "াচার নিকট হইতে থগুপল্লী ও রাজমহেন্দ্রী দুটা প্রদেশ পুরস্কারস্বরূপে প্রাপ্ত হয়েন। বাহ্মণীবংশের অধঃপতন সময়ে উড়িষ্যারাজ ঐ প্রদেশ ফুট পুনরধিকার করেন ; কিন্তু কুতব, সাহী রাজবংশের ইব্রাহিম পুনরায় ঐ দুইটী স্থান দখল করেন, এমন কি উত্তরাংশে শ্রীকাকোল পর্য্যন্ত সমস্ত প্রদেশ তাহার অধিকারভুক্ত হয়। ১৬৮৭ খৃষ্টাৰো অবঙ্গজেব গোলকুও বিজয় করিয়া উত্তর প্রদেশসমূহ স্বীয় সাম্রাজ্যভূক্ত করেন। তখন বিশখপত্তন ঐকাকোলস্থিত বাদশাহের জনৈক মুবাদারের শাসনাধীন ছিল। কালক্রমে মোগলসাম্রাজ্যের অধঃপতন ঘটিলে হায়দ্রাবাদের নিজামবাহাদুর উত্তরসকারের অধিকার প্রাপ্ত হন। তিনি এই সময়ে ঐ স্থানের রাজস্ব ও বিচারবিভাগের যথেষ্ট সংস্কার করেন এবং রাজমহেন্দ্রী ও ঐকাকোলে প্রধান মুসলমান কৰ্ম্মচারিগণের বাসস্থান প্রস্তুত कब्रिध्न ८मन । अथभ निछाभयांशश्tद्रग्न भृङ्गाग्न *ब्र ठेखब्रांश्-ि ΧΙΧ { ১৩ ] fবশাখপত্তন డొడక:... +. কীরস্থত্রে হায়দ্রাবাদের সিংহাসন লইয়া অভ্যস্ত গণ্ডগোল উপস্থিত হয়। ফরাসীগণের সাহায্যে সলাবৎজঙ্গ সিংহাসন প্রাপ্ত হইয় তাহাদিগকে পুরস্কারস্বরূপ মুস্তফানগর, এলব, রাজমহেন্ত্রী ও শ্ৰীকাকোল নামক চারিট সরকার প্রদান করেন। ১৭৫৩ খৃষ্টাৰে ফরাসীগণের পক্ষে রণকুশল সেনাপতি বুশী ঐ স্থানের ফরমাণ প্রাপ্ত হন এবং অল্পকাল পরেই নিজহস্তে উহার শাসনদণ্ড গ্রহণ করেন। প্রকাকোলের শাসনপদ্ধতি নিৰ্দ্ধারণ করিয়া সেনাপতি বুশী বিশাখপত্তনে প্রত্যাবর্তন করেন। ১৭৮৯ খৃষ্টাব্দে ইষ্টইণ্ডিয়া কোম্পানীর সহিত তদানীন্তন মোগলসম্রাটর বিশেষ সংঘর্ষ উপস্থিত হয় এবং ইহার ফলে মোগলসম্রাট বিশাখপত্তন আক্রমণের আদেশ দেন । বাদশাহীসেন কোম্পানীর গুদাম ঘর আক্রমণ করে এবং সমস্ত ইংরেজগণকে মারিয়া ফেলে । তৎপর বৎসর একটা নূতন ফরমাণ প্রস্তুত হয় এবং তদার কোম্পানী বিশাখপত্তন ও সমুদ্রতীরস্থ অন্যান্য স্থলে বসবাসের অনুমতি প্রাপ্ত হন । ১৭৫৯ খৃষ্টাব্দে বিজয়নগবম রাজার আহবানে ফরাসীগণকে বিতাড়িত করিবার উদেখে মিঃ ক্লাইভ, কর্ণেল ফোর্ডকে বঙ্গদেশ হইতে উত্তরসরকারে পঠাইয়া দেন। অল্প সময়ে রণনৈপুণ্যের ফলে ফোর্ড গোদাবরী জেলায় ফরাসীগণকে পরাজিত করিয়া মছলীপত্তনজুর্গ অধিকার করেন । অধিকন্তু নিজামবাহাদুরের নিকট হইতে কোম্পানীর পক্ষ মছলীপত্তনের পাশ্ববৰ্ত্তী কতিপয় স্থানেল দখল প্রাপ্ত হন এবং ভবিষ্যতে ফরাসীগণ উত্তরসরকারে বাসের অধিকার না পায়, এই মৰ্ম্মে একখানি স্বত্বপত্র লিখাইয়া লয়েন । ১৭৬৫ সালে লর্ড ক্লাইব রাজকীয় ফরমাণ প্রাপ্ত হন । তদনুযায়ী সমগ্র উত্তরসরকার ইংরাজ অধিকারভুক্ত হইয় পড়ে। ১৭৬৮ খৃষ্টাব্দে নিজামবাহাদুরের সঙ্গে যে সন্ধি স্থাপিত হয়, তাহাতে ঐ স্থানের স্বত্বাধিকার পূর্ণরূপে ইংরেজের অধীন হয়। এইরূপে বিশাখপত্তন ও ঐ প্রদেশের অবশিষ্ট সমুদায় স্থান ইষ্টইণ্ডিয়া কোম্পানীর অধিকারভুক্ত হয় । ইছার পর বিজয়নগরমবংশীয় রাজগণ অত্যন্ত দুৰ্দ্ধৰ্ষ ইষ্টয়া উঠেন। রাজস্রাতা সীতারাম রায় ও দেওয়ান জগন্নাথ রায়েব ষড়যন্ত্রে ১৭৮১ খৃষ্টাব্দে মন্দ্রিাজের তদানীন্তন শাসনকর্তা সার টমাস রসবোন্ডের পদচ্যুতি ঘটে। উত্তরসরকারেব প্রকৃত অবস্থার: তামুসন্ধানের জন্য ১৭৮৪ খৃষ্টাব্দে সরকারবাহাদুর ‘कमिौँी अक् नांकू^है' नांटम ७कणैौ गङ आर्टन करनन। . uहे সত। তাছাদের রিপোর্ট চিকাকোল সরকারের অধীন কাশিমকোটা প্রদেশ সম্বন্ধে যে মন্তব্য প্রকাশ করিয়াছেন তাঙ্গ হইতে জানা যায় যে, ঐ প্রদেশের যে সকল স্থান বর্তমান বিশাখপত্তন