পাতা:বিশ্বকোষ ঊনবিংশ খণ্ড.djvu/৬১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বর্ণসঙ্কর [ ७४२ ] বর্ণস্বরোদয় ‘ব্রাহ্মণাধিবর্ণনাং অস্তোন্তস্ত্রীগমনেন সগোত্রাঙ্কবিবাহবিবাহেন উপনয়মরূপশ্বকৰ্ম্মত্যাগেন চ বর্ণসঙ্করে নাম জায়তে' (ফুলক ) শাস্ত্রানুসারে দেখা যায়, দুই প্রকারে বর্ণসঙ্কর হইয়া থাকে, এক খ্ৰীদিগের ব্যতিচার হইতে চারি বর্ণের অতিরিক্ত যে সকল জাতি তাহার প্রথম বর্ণসঙ্কর জায় ব্রাহ্মণাদি বর্ণগ্রন্থ স্বধৰ্ম্ম ত্যাগ দ্বারা দ্বিতীয় বর্ণসঙ্কর হইরা থাকে । চারিবর্ণ হইত্তে অঙ্কুলোম ও প্রতিলোম ক্রমে বর্ণসঙ্কর জাতি উৎপন্ন হয়। বিভিন্ন জাতি মধ্যে পরস্পর আসক্তিবশতঃ মগুলোম ও প্রতিলোম ক্রমে এই বর্ণসঙ্কর জন্মে। “সঙ্কীর্ণযোনয়ে যে তু প্রতিলোমালোমজা । অন্তোন্তব্যতিষক্তাশ্চ তান প্রবক্ষ্যাম্যশেষতঃ ”মেমু ১৯২৫ ) ব্রাহ্মণাদি চারিধর্ণ কর্তৃক পরিণীত স্ত্রীতে উৎপন্ন সন্তান ব্রাহ্মণাদি বর্ণ হইয়া থাকে । ইহা ভিন্ন অসবর্ণ পত্নীতে উৎপন্ন সন্তান জনকের সমান বর্ণ হয় না, তাহাদের জাত্যন্তর ঘটয়া থাকে। মম্বাদি ঋষিগণ বলিয়াছেন যে, দ্বিজবর্ণক্রয় কর্তৃক অমুলোমক্রমে অনন্তরবর্ণজা পত্নীর গর্ভসস্তৃত তনয়েরা মাতার হীন জাতি হইলেও পিতার সদৃশ জাতি প্রাপ্ত হইয়া থাকে এবং তাহারা যথাক্রমে মূৰ্দ্ধাবসিক্ত, মাহিষ্য এবং করণ এই তিন আখ্যা প্রাপ্ত হয় । । ব্রাহ্মণ কর্তৃক একান্তরজ বা বৈশ্বাগৰ্ভসস্তৃত সস্তান অম্বষ্ঠ ও দ্ব্যন্তরজ শূদ্রাগর্ভসস্তৃত সস্তান নিষাদ বা পারশব এবং ক্ষত্রিয়কর্তৃক শূদ্রাগর্ভসস্থত সন্তান উগ্র নামে অভিহিত। ক্ষত্রিয় কর্তৃক ব্রাহ্মণীগর্ভসস্থত সস্তান স্বত, বৈষ্ঠ কর্তৃক ক্ষত্রিয়াগর্ভসভূত মাগধ এবং ব্রাহ্মণীগর্ভসস্থত সস্তান বৈদেহ নামে অভি.. হিত । শূদ্র কর্তৃক বৈপ্তাগঙজ সন্তান আয়োগব, ক্ষত্রিয়াগর্ডজ ক্ষত্ত, ব্রাহ্মণীগর্তজ চণ্ডাল। শূদ্র কর্তৃক প্রতি. লোমক্রমে জাত এই তিন জাতি অতি নিকৃষ্ট। ব্রাহ্মণ কর্তৃক উগ্রকন্তগর্ভসস্তৃত তনয় আবৃত, অম্বষ্ঠকস্তাসস্থত আভার এবং আয়োগব-কস্তাগর্ভজ ধিগ বৰ্ণ উপাধি প্রাপ্ত হইয়া থাকে। চণ্ডাল, স্বত, বৈদেহ, আয়োগব, মাগধ এবং ক্ষত্ত এই ছয়ট প্রতিলোমজ বর্ণসঙ্কর । চণ্ডালাদি ষড়বিধ বর্ণসঙ্কর জাতির পরম্পর অম্বুলোম বা প্রতিলোম ক্রমে পরম্পর জাতীয় কস্তাগর্ভে যে সকল সস্তান হয়, তাহারা তৎপিতা মাতা অপেক্ষ সৰ্ব্বতোভাবে হীন, নিলা ও সৎক্রিয়াবহির্ভূত। শূদ্র কর্তৃক ব্রাহ্মণীগর্ভজাত চণ্ডালাজি সজ্ঞানের যেরূপ অপকৃষ্ট বলিয়া পরিগণিত, চণ্ডালাদি বড় বিধ সস্বয়কর্তৃক ব্রাহ্মণাদি চারিবর্ণে সমূৎপাদিত সন্তানের তাহাদের অপেক্ষা সহস্র গুণে शैन ७ निग्माई। श्रात्म्नाशय िदफूबिश्व शैनछाफैौप्यग्न বর্ণসঙ্করিক (ত্রি) বর্ণসঙ্করসম্বন্ধীর । &om পরস্পর মিত্রভাবে পরস্পর বর্ণা পত্নীগর্তে ষে সন্তান উৎপাদন করে, তাহদের সংখ্যা পঞ্চদশ ৷ তাহারা জনকাপেক্ষ জারও হীন। দস্থ্যজাতি কর্তৃক আয়োগৰ স্ত্রীগর্ভে যে সস্তান সমুৎপাদিত হয়, তাহার নাম সৈরিদ্ধ, ইহার কেশরচনাদি কাৰ্য্যকুশল। ইহার যদিও প্রকৃত দাস নহে, তথাপি দাসকার্ধ্যোপজীবী এবং পাশ দ্বারা মৃগাদি বধ করিয়া জীবিকা নিৰ্ব্বাহ করে। বৈদেহক জাতি কর্তৃক আয়োগৰী স্ত্রীগর্তে ষে সন্তান উৎপন্ন হয়, তাহার নাম মৈত্ৰেয় । ইহার স্বভাবতঃ মধুরভাবী, প্রাতঃকালে ঘণ্টা বাজাইয়া নৃপতি প্রভৃতির স্তুতিপাঠ করা ইহাদের কার্য্য। নিষাদ কর্তৃক আয়োগবস্ত্রীগর্ভে সমুৎপাদিত সন্তানের নাম মার্গব বা দাশ। ইহার নৌনিৰ্ম্মাণকৰ্ম্মকুশল । আয়োগৰী স্ত্রীগর্ভে জনকভেদে সৈরিন্ধ, মৈত্রেয় এবং মার্গব এই জাতিত্ৰয় জন্মগ্রহণ করে। নিষাদ কর্তৃক বৈদেহীগর্ভসভূত সন্তানের নাম কারাবর, ইহারা চৰ্ম্মচ্ছেদকারী। বৈদেহজাতি কর্তৃক কারাবর স্ত্রী হইতে অঙ্ক, ও নিষাদী হইতে মেদজাতি, চণ্ডাল হইতে বৈদেহী স্ত্রীতে বেণুব্যবহারজীবী পাণ্ডুসোপাক, নিষাদ বৈদেহীতে আছিণ্ডিক ও চগুলি হইতে পুৰুসীস্ত্রীগর্তে সোপাক জাতি জন্মগ্রহণ করে। এই সোপাক জাতি জল্লাদের কার্য্য করিয়া জীবিকা নিৰ্ব্বাহ করে । চণ্ডাল হইতে নিষাদীগণ্ডসম্ভত যে সস্তান, তাহারা অস্ত্যাবসায়ী (গঙ্গাপুত্র ), শ্মশানকাৰ্য্য ইহাদের উপজীবিকা। এই সকল বর্ণসঙ্কর জাতি নিন্দনীয় এবং নিন্দ্যকৰ্ম্মকারী। (মন্ত্র ১০ অ• ও কুল্লুকভট্ট ) বর্ণসঙ্করদোষ দ্বারা বহুতর শঠ জাতির উৎপত্তি হইয়াছে, তাহাদের নাম ও সংখ্যা নির্দেশ করিতে কেহই সমর্থ নহেন। “বর্ণসঙ্করদোষেণ বহুব্যশ্চ শঠজাতয়: । তাসাং নামানি সংখ্যাঞ্চ কে বা বক্তং দ্বিজোত্তম " (ব্রহ্মবৈবর্তৃপু• ১ ব্রহ্মথ• ১০ অ” ) { এই বর্ণসঙ্করের বিশেষ বিবরণ জাতি, সঙ্করজাতি ও তত্ত্বৎ শঙ্গে দ্রষ্টব্য । ] অসবর্ণ বিবাহ স্বার সঙ্করজাতির উৎপাদনকারী। বর্ণসংঘাট (পুং ) বর্ণমালা । বর্ণসংঘাত (পুং ) বর্ণসমূহ। বর্ণসমীক্ষায় (পুং) অক্ষরমাল। বর্ণলি (পুং ) বৃণোতি স্থলমিতি বৃঞ, আবরণে (সানসিকনসি পর্ণীতি। উণ, ৪।১০৭) ইতি আসি খাতোষ্ণুৰ চ। জল। (উজ্জল) বর্ণস্বান (কী) বর্ণ বা শঙ্কারি উচ্চারণস্থান। বর্ণস্বরোদয় (পুং ) জ্যোতিৰোক্ত শুভাশুভজ্ঞানের প্রকার বা নিয়মবিশেষ ।