পাতা:বিশ্বকোষ দশম খণ্ড.djvu/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নায়িকাচুর্ণ, কেলি কহে । নায়িকাদিগের এই সকল সত্ত্বজ অলঙ্কার। মুগ্ধ ও কণ্ঠক নায়িকার এই সকল অনুরাগচিহ্ন জানিতে হইবে । যথা—নায়ক দর্শন হটলেই অতিশয় লজ্জিত হয়, সম্মুখে অবলোকন কল্প না । প্রচ্ছন্নভাবে অথবা ভ্রমণ করিতে করিতে বা বক্রভাবে প্রিয়তনকে অবলোকন করিয়া থাকে। প্রিয়তম কর্তৃক বার বার জিজ্ঞাসিত হইলে অধোমুখী হইয়া মন্দ মন্দ ভাবে উত্তর দেয়, অষ্ঠে না শুনিতে পায় এইরূপ অতি সাবধান ভাবে কহিয়া থাকে । সকল প্রকার নায়িকাদিগের এই সকল অনুরাগ চিহ্ন জানিতে হইবে, যথা—ইহার প্রিয়তম সমীপে অবস্থানকে বহুমান মনে করিয়া থাকে। প্রিয়তমের বিলোকনপথে অলঙ্কত। না হইয়া গমন করে না। কেহ কেহ বা বস্ত্রপরিধান অথবা কেশবন্ধনের ছলে বাহমূল, স্তন ও নাভি দেখাইয় থাকে। প্রিয়তমের ভূতাদিগকে বশীভূত ও বন্ধুর প্রতি অতিশয় সম্মান করে। সর্থীদিগের নিকট প্রিয়তমের গুণকীর্তন এবং প্রিয়কে নিজ ধন দিয়া থাকে। প্রিয়তম নিদ্রিত হইলে নিদ্রিত হয়, প্রিয়ের স্বথে মুখ ও দুঃখে দুঃখ, প্রিয়কে দূর হইতে দেখিলেও ইহার দৃষ্টিপথে অবস্থান, প্রিয়তমের সমক্ষে কামাবেশের সহিত আলাপ, প্রিয়তমেয় যে কোন কথায় হাস্ত করিয়া কৰ্ণকণ্ড্যুন, কেশবন্ধন ও মোচন, কাপুত্রাদিকে চুম্বন, সখীর কপালে তিলক, পদাঙ্গুষ্ঠ দ্বারা ভূমিলিখন, প্রিয়তমের প্রতি সকটাক্ষ নিরীক্ষণ, স্বকীয় অধরদর্শন, অধোমুখে অবস্থান করির প্রিয়ের সহিত বাক্যালাপ, প্রিয়তম যেস্থানে অবস্থান করে, কোন না কোন ছল করিয়া বারংবার সেইস্থানে আগমন, প্রিয় কোন ধপ্ন দিলে তাহ অঙ্গে ধারণ করিয়া বারংবার নিরীক্ষণ, প্রিয় সমাগমে অতিহৃষ্ট, বিরহে মলিন ও কৃশ, প্রিয়চরিত্রে বহুমান, নিদ্রিত হইয়া অপাশ্বপরিবর্তন, সৰ্ব্বদা অসুরক্ত, সন্তা ও মধুর বাকাকথন । ইতার মধ্যে নলোঢ়া অতিশয় লজ্জাবতী, মধ্যম মধামলজা এবং পরকীয়া নায়িক হাজাহীন হইয়া থাকে। মায়িকাদিগের এই সকল অনুরাগ লক্ষণ । লেথাস্থাপন, স্নিগ্ধবীক্ষণ, মুছবাক্য ও দূতপ্রেরণ এই সকল স্বারা নায়িকদিগের ভাবভিব্যক্তি জানা যায়। ( সাহিতাদ” ৩ পরি” ) ৪ কস্ত রীভেদ । ( রাজনি ) নায়িকাচুর্ণ (রা) চুণ্যেধিভেদ। এই ঔষধ স্বল্প, মধ্যম ও বৃহৎ ভেদে তিনপ্রকার । প্রস্তুত প্রণালী— স্বল্পনায়িকাচুর্ণ—পঞ্চ লবণ প্রতোকে ১॥৩ তোলা, ত্রিকটু প্রত্যেকে ২ তোলা, গন্ধক একতোলা, পারদ অৰ্দ্ধতোলা, এই সকল একত্র করিয়া উত্তমরূপে চূর্ণ করিবে। মাত্র একমাষা [ ২৬ ] নারকীট হইতে আরম্ভ করিয়া ক্রমশঃ অৰ্দ্ধতোলা পর্যাপ্ত হইতে পারে । এই চূর্ণ অগ্নিবৃদ্ধিকারক ও গ্রহণীরোগনাশক । মধ্যম নায়িকাচুর্ণ—পূৰ্ব্বোক্ত ঔষধের পরিমাণ দ্বিগুণ হইলে মধ্যম নায়িকাচুর্ণ হয়। এই চুর্ণ সেবনে বাত, পিত্ত, কফ, অতীসার, গ্ৰহণী, কাস, শ্বাস, শূলজুর, প্লীহা ও আমবাত প্রভৃতি রোগ বিনষ্ট হয়। e বৃহন্নায়িকাচুর্ণ-চিতামূল, ত্রিফল, ত্রিকটু, বিড়ঙ্গ, হরিদ্র, দারুহরিদ্র, ভেলার মুটী, যমানী, হিমু, পঞ্চলবণ, ঝুল, বচ, কুড়, মুতী, অভ্র, গন্ধক, যবক্ষার, সচিক্ষার, সোহাগ, বন্যমানী, পারদ ও গজপিপ্পলী, ইহাদের প্রত্যেকের চুর্ণ সমান এবং সিদ্ধিচূর্ণ সমষ্টির সমান। এই সকল দ্রব্য একত্র উত্তমরূপে পেষণ করিয়া লইবে ও যথাযোগ্য মাত্রায় প্রয়োগ করিতে হইবে । পথা-কাঞ্জিক, দধি ও মাংস প্রভৃতি । ইহা সেবন করিলে অভিশয় অগ্নিদীপ্তি ও গ্রহণী প্রভৃতি নানাবিধ রোগ নষ্ট হয় । { ভৈযজ্যরত্ন গ্রহণধি” ) নায়েব ( আরব্য ) প্রধান কৰ্ম্মচারী। এখন নায়েব শব্দে রাজা বা জমিদার, তালুকদার প্রভৃতির কোন মহলের শাসন ও করাদায় করিবার ক্ষমতাপ্রাপ্ত সৰ্ব্বোচ কৰ্ম্মচারীকে বুঝায়। মোগলদিগের সময়ের নবাব শব্দ এই নায়েব হইতে উৎপন্ন হইয়াছে। নার (কী ) নরাণাং সমৃছঃ, নর-অর্ণ। ১ নরসমূহ। নরস্তেদং অণু। (ত্রি ) ২ নরসম্বন্ধী । “মলমূত্রপুরীষাস্থিনির্গতং হগুচিস্মৃতম্। নারং দৃষ্ট তু সস্নেহ সচেলে জলমাবিশেং "(জগদীশপ্তত স্মৃতি) (পুং) নরস্তায়ং নর-অর্ণ । ৪ সন্ঠোজাত গোবত্স । ৪ জল । (ক্লা) ৫ শুষ্ঠ। ৬ পরমাত্মসম্বন্ধী। 'নারং শুষ্ঠ্যাং নারেীঘে চ । ( বিশ্ব ) মার, বোৰে প্রেসিডেন্সির বরোদারাজ্যের অন্তর্গত, পেট্রলাদ মহকুমস্থ একটা নগর। অক্ষা" ২২ ২৮ উঃ ও দ্রাঘি ৭২• ৪৫' পূঃ । এখানে ইংরাজী বিদ্যালয় ও দুইটা ধৰ্ম্মশালা আছে। নারক (পুং ) নরক এব প্রজ্ঞাদিত্বাদণ। ১ নরক। নরকে ভবঃ অণু। (ত্রি ) ২ নরকস্থ প্রাণী । “অমুকম্পামিমামস্থ নারকেঘিহ কুৰ্ব্বতঃ । তদেব শতসাহস্ৰং সংখ্যামুপগতং তব ॥” ( মার্ক পু ১৫৭৩ ) নারকিন (ত্রি) নরকে ভোগাতাইস্তান্তেতি নরক-ইনি । নরকভোগী ! “পরেণ বিহিতং কৰ্ম্ম স্বকৰ্ম্মেতি বদেচ্চ যঃ । স উচ্যতে ব্ৰহ্মঘাতী মহানারকিনারকী ॥"(বৃহদ্ধৰ্ম্মপুউ ৭৮ত”) নারকীট (পুং ) ১ অশ্বকাট । নারযু নরসমূহেষু কীট-বৈ ঘৃণাহতাৎ । ২ স্বদত্তাশাবিহুস্তা, নিজে অাশা দিয়া পরে আশা ভঙ্গ কর ।