পাতা:বিশ্বকোষ দশম খণ্ড.djvu/৩৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নৃসিংহ বালক ও বৃদ্ধদিগকে বিলাইরা দেয়। সাধারণতঃ প্রতি রবিবারে । কিংবা মাসের প্রথম রবিবারে এই পূজা হইয়া থাকে। এখানকার লোকে নরসিংহদেবকে সাধারণতঃ ভয় ও ভক্তি করে। সকলেরই বাহুতে রৌপ্যনিৰ্ম্মিত কবচ ( বাহত ) বা আংটা আছে। তাহার উপর নৃসিংহমূৰ্ত্তি খোদিত। এতদ্বাতীত অধিকাংশ লোকেই সংস্কারবশতঃ বাটতে এইরূপ নারিকেল রাখে ও পূজা করে। মাতা কিংবা শাশুড়ী পূজা আরম্ভ করিলেই কন্যা বা পুত্রবধূকেও সেই সঙ্গে যোগ দিতে হয়। কোন বন্ধ্যানারী পুত্রার্থ কোন যোগী বা চেলার নিকট পরামর্শ জিজ্ঞাসা করিলে, তাহাকে নরসিংহপূজার বিধি দেওয়া হয়। প্রধাদ, এইরূপ পূজা করিলে, নরসিংহদেব রাত্রিতে তাহাদিগকে স্বপ্ন দিয়া থাকেন। কাহারও জর হইলে নরসিংহের চেগা আসিয় তাহার রোগ ঝাড়াইয় দেয়। এই সময়ে কখন কথন আমাদের দেশের শীতলার গানের মত নরসিংহের গান ও হইয় থাকে। নৃসিংহ, ভারতবর্ষের মধ্য প্রদেশের অন্তর্গত শিওনিজেলস্থ একটা মদিরাকৃতি পৰ্ব্বত। বেণগঙ্গা নদীর উপত্যকাভূমি হইতে একশত ফিটু উচ্চ । এই পাহাড়ের উচ্চচূড়ে নরসিংহদেবের মন্দির প্রতিষ্ঠিত । উছার মধ্যভাগে বিষ্ণুর নৃসিংহমূৰ্ত্তি। পৰ্ব্বতের নিম্নভাগে এই নামে একটা গ্রামও অাছে। নৃসিংহ, একজন রাজ। কুমরিকাভক্ত চম্পকমুনির কুলে জাত রাজা নাগমগুনের পুত্র। ( সহাদ্রি” ৩১।৪২ ) নৃসিংহ, অনেক গুলি সংস্কৃত গ্রন্থকারের নাম। যে যে গ্রন্থ যাহার রচিত, সেই সেই আন্থের নাম ও গ্রন্থকারের যথাসম্ভব পরিচয় নিয়ে সন্নিবিষ্ট হইল । ১ আপস্তম্বসেমিটীকা, আপ্তোর্যামপ্রয়োগ, চয়নপদ্ধতি, প্রয়োগপারিঞ্জাত, বিধানমালা ও সংস্কার প্রভৃতি গ্রন্থপ্রণেতা। ২ কালচক্র, জাতককলানিধি, জৈমিনিস্বত্রটকনিবন্ধশিরোমণ্ডাক্ত নির্ণয়াহ, কেশবার্কের জাতকপদ্ধতির প্রৌঢ়মনোরম নামী টকা,যন্ত্ররাজোদাহরণ,হিল্লাজদীপিক প্রভৃতি গ্ৰন্থরচয়িতা। ৩ গণেশ-গদ্য নামে একথানি সংস্কৃত গ্ৰন্থরচয়িত। ৪ দত্তকপুত্রবিধানরচয়িত । ইহার উপাধি ভট্ট । ৫ নলোদয়টীকাগ্রণেতা । ৬ বন্ধকৌমুদী নামক গ্রন্থকৰ্ত্ত । ৭ বীরনীরসিংহাবলোকনপ্রণেতা । ৮ বৃত্তরত্নাকরটীকারচয়িত। ৯ শিবভক্তিবিলাসনামক গ্রন্থপ্রণেতা। ১• শৃঙ্গারস্তবকভাণপ্রণেতা, ইনি আপনাকে হারাতtिंीडं नःिश्रीं शंख्रिष्झ नििरिश्न । [ లిరి8 ) নৃসিংহ আচাৰ্য্য ১১ ইনি কুশলের পুত্র, সংক্ষিপ্তসারের অন্তর্গত ধাতুপাঠের গণমার্তগু নামী টীকা রচয়িত । ১২ একজন জ্যোতিৰ্ব্বি । ইনি দিবাকরের পৌত্র, কৃষ্ণদৈষজ্ঞের পুত্র, গণেশ দৈবজ্ঞের ভ্রাতু পুত্র এবং কমলাকরের পিতা । ইনি তিথিচিন্তামণিটক, সিদ্ধাস্তশিরোমণিবাসনাবাৰ্ত্তিক ও স্বৰ্য্যসিদ্ধাস্তবাসনাভাষ্য রচনা করেন । ১৩ জাতকমঞ্জরীপ্রণেতা, ইনি নাগনাথের পুত্র ও মোগল্য গোত্রসস্তৃত। ১৪ নারায়ণ ভট্টের পুত্র ও নৃসিংহের পৌত্র, ইহার ভ্রাতার নাম গোপীনাথ । হোয়শাল রাজ্যের অন্তর্গত বরুবাড়, গ্রাম ইহার জন্মস্থান। ইনি প্রয়োগ-রত্ন নামে একখানি সংস্কৃত গ্রন্থ রচনা করেন । ১৫ একজন জ্যোতিৰ্ব্বিদ, ইনি রামদৈবজ্ঞের পুত্র ও কেশবের পৌত্র। ইনি গণেশ দৈবজ্ঞের নিকট জ্যোতিঃশাস্ত্র অধ্যয়ন করেন। ইহার কৃত গ্রহকৌমুদী, গ্রহদীপিকা ও হিল্লাজদীপির্ক গ্রন্থ পাওয়া যায় । ১৬ এক জন বিখ্যাত পণ্ডিত, ইহার কৃত কালনির্ণয়দীপিকাবিবরণ ও তিথিনির্ণয়সংগ্ৰহটীকা নামক দুই থানি জ্যোতিগ্রন্থ আছে ; ইনি ভগবল্লামকৌমুদীপ্রণেতা লঙ্ক্ষীধরাচার্য্যের পিতামহ এবং বিটঠলাচার্যোর পিতা । ইহার পিতার নাম রামচন্দ্রাচার্য্য। ইনি গোপালপণ্ডিতের নিকট বিদ্যা শিক্ষা করিয়াছিলেন। ১৭ ইহার উপাধিৰ্ত্তীর্থ। ইনি শঙ্করসম্প্রদায়িদিগের অষ্টম গুরু। নৃসিংহ অঙ্গদী (নরসিংহ-অঙ্গনী) মাদ্রাজ প্রেসিডেন্সীর দক্ষিণ কাণাড়। জেলার উল্পিন্নড়ী তালুকের প্রধান নগর। অক্ষা” ১৩ ২ উঃ এবং দ্রাঘি” ৭৫- ২২ পূঃ । ১৭৮৪ খৃষ্টাব্দে টিপু সুলতান যখন মঙ্গলুর হইতে এই স্থান দিয়া যাইতে ছিলেন, তখন এই স্থান শত্রুর আক্রমণ হইতে স্বরক্ষিত এবং পৰ্ব্বতেপরি দুরারোহ স্থানে অবস্থিত দেখিয়া, এখানকার প্রাচীন নাম পরিবর্তন করিয়া এখানে জামালাবাদ নগর স্থাপন করেন । এই নগরের পশ্চিমে অতুচ্চ পৰ্ব্বতশিখরে একট দুর্গ নিৰ্ম্মাণ করিয়া তিনি এই নগর রক্ষা করিয়াছিলেন। ১৭৯৯ খৃষ্টাব্দে ইংরাজসৈন্তের সহিত টিপুসুলতানের রক্ষিত সৈন্যদলের ছয় সপ্তাহকাল ঘোর যুদ্ধ হয়, অবশেষে টিপুর সেনাধ্যক্ষ আত্মহত্যা করিলে, ইংরাজসহকারী কোড়গের রাজা জামালাবাদনগর ধ্বংস করেন। ইহার পাশ্ববর্তী গ্রামসমূহে এখনও বহুসংখ্যক মুসলমানের বাস আছে । নৃসিংহ আচাৰ্য্য, ১ একজন পণ্ডিত, ইনি কুশিকবংশোদ্ভব। কেহ কেহ বলেন, ইনি রামাজুজের পিতা । ২ জনজসৰ্ব্বস্বভাণপ্রণেতা লক্ষ্মী নৃসিংহের পিতা।