পাতা:বিশ্বকোষ দশম খণ্ড.djvu/৩৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নেপাল --- দেবীর স্মরণার্থ একটা মন্দির প্রতিষ্ঠা করেন। ঐ মন্দিরের নাম মূলটােক। ভোটাগণ র্তাহার অধিষ্ঠিত তুলজা দেবীর মাহাত্মাপ্রবণে দেবীমূৰ্ত্তি অপহরণার্থ ভাতগাঁও অভিমুখে অগ্রসর হইল। যখন তাহারা সম্পূস্ নদীর তীরে উপনীত, তখন ভোটরা গৈল্পগণ দেখিল, প্রজ্জ্বলিত হুতাশন তাতগাও নগরের চারিদিক দাহন করিতেছে। দেবীর অদ্ভূত ক্ষাত দেখিয় ভোটীয়াগল্প উীত ও বিস্মিত হইয়া স্বদেশে প্রত্যাবৃত্ত হইল। ১৩৩৭ খৃষ্টাম্বে দিল্লীর বাদশাহ মহম্মদ তোগলক চীনযুস্লাজ্য অধিকারের জন্য আপনার ভাগিনেয় সেনাপতি থঙ্ক-মালিককে দশ লক্ষ অশ্বারোহী সৈন্ত-সমভিব্যহারে চীনসীমা আক্রমণ করিতে আদেশ দেন, তখন তাহার সেনাদল এই নেপাল রাজ্যের মধ্য দিয়া গিয়াছিল। এই সময়ে সৈন্তগণের অত্যাচারে নেপাল বিশেষ নিগ্ৰহ ভোগ করিয়াছিল। মুসলমান সেনাগণ বস্থকষ্টে পৰ্ব্বতাদি উল্লঙ্ঘন করিয়া নেপালসীমাস্তে চীন-সৈন্সের সাক্ষাৎ পান। এখানে উভয় সৈন্তের ঘোরতর যুদ্ধ হয়। একে শীতের প্রভাব তাহাতে আবার তাঁহাদের পক্ষে সেই স্থান अषाष्ट्रारुङ्ग इsप्रांग्र, भूजलगांन प्लेज़छ५ जिन लिन नहे इहेरठ লাগিল ; অবশিষ্ট সৈন্যগণ যাহারা চীনসৈন্সের রণে প্রাণ দিল না, তাহার দিল্লী অভিমুখে পলায়ন করিল। সম্রাট তাছাদের পরাজয়ের সংবাদ শুনিয়াই, প্রাণনাশের অাদেশ দেন । রাজা হরিসিংহদেব প্রায় ২৮ বৎসর রাজত্ব করিয়াছিলেন। পরে তৎপুত্র মতিসিংহদেব ১৫ বৎসর ও তৎপুত্র শক্তিসিংহদেব ২২ বৎসর রাজত্ব করেন। ইহার সহিত চীনসম্রাটের বিশেষ সৌহৃদ্য থাকায় তিনি বনেপ (বণিকপুর) গ্রামের পূর্ববর্তী পলাম্‌-চেক গ্রামে রাজধানী স্থাপন করেন। তথা হইতে তিনি টানরাজসভায় নানা উপঢৌকনাদি প্রেরণ করিতেন এবং পক্ষাস্থরে চীন-সম্রাট উtহাকে ৫৩৫ চীনাদের লিখিত একখানি অনুমোদনপত্র ও শীলমোহর পাঠাইয়া দেন। তৎপুত্র খামসিংহদেব প্রায় রাজত্বের ১৭ বৎসর পর পুত্র সম্ভান না থাকায় তাহার একমাত্র কন্ঠ ও জামাতাকে | রাজ্যসম্পদ দিতে বাধ্য হন। রাজা নাম্বাপদেব নেপাল আক্রমণ করিলে নেপালের মল্লবংশীয় রাজা ত্রিভূতে পলাইয়া রক্ষা পান। উক্ত মল্লরাজবংশে খামসিংহদেব আপনার কস্তার বিবাহ দেন। এই স্বত্রে নেপালে মল্লরাজবংশের পুনঃ প্রতিষ্ঠা হয়। ৫২৮ নেপাল-সম্বতে নেপালে ভয়ানক ভূমিকম্প হয় এবং তাছান্তে মৎস্তেজনাথের ও অপরাপর কতকগুণি মন্দিরাদি ধ্বংস হুইয়া যায়। হরিসিংহদেব-বংশের রাজত্ব শেষ হইলে মল্লরাজ জয়ভদ্রমন্ন এথমে নেপালের রাজপদ্ধ ও সিংহাসন প্রাপ্ত হন। ১৫ 1 سنواo ] নেপাল বর্ষ রাদত্বের পর জয়ভদ্র পরলোক গত হইলে, তৎপুত্ৰ নাগমল্ল রাজ্যেশ্বর হন। ইনি ১৪ বৎসর রাজ্যশাসন করিলে, তাহার পুত্র জয়জগৎমল্ল ১১ বৎসর কাল প্রজীপালন করিয়া নিজ রাজ্যসম্পদ পুত্র নগেন্দ্রমপ্লের হস্তে সমর্পণ করেন। রাজা নগেন্দ্ৰমল্ল ১৭ বৎসর ও তৎপুত্ৰ উগ্ৰমল্ল ১৫ বৎসর কাল রাজত্ব করিলে পর, তৎপুত্র অশোকমল্ল রাজ্যভার প্রাপ্ত হন। ইনিই বিষ্ণুমতী, বাগমতী ও রুদ্রমতী নদীত্রয়ের মধ্যবর্তী স্থানে শ্বেতকালী ও রক্তকালী স্থাপন করিয়া, সেই স্থানকে পুণ্যভূমি কাশীধামের অনুকরণে উত্তরকাণী বা কাশীপুর নামে অভিহিত করেন। নিজ ভূজবলে রাজা অশোকময় ঠাকুরী রাজগণকে পরাজিত করিয়া, তাহাদের রাজধানী পাটন নগর অধিকার করেন । ইহার পুত্র জয়স্থিতিমল্ল রাজারোহণ করিয়া, তাহার পূর্বতন রাজগণকৃত শাসনবিধির বিশেষ সংশোধন ও কএকটা নূতন নিয়ম প্রচার করেন। ইহারই রাজত্বকালে জাতিমর্যাদা সংস্থাপিত হয় । সমাজশাসন করিয়া এবং ধৰ্ম্ম-সংক্রান্ত কতকগুলি নবপ্রথা প্রচলন করিয়া তিনি সাধারণের শ্রদ্ধা ও ভক্তির পাত্র হইয়াছিলেন। আর্য-তীর্থের অপরদিকে বাগমতীর কুলে ইনি রামচন্দ্র, তৎপুত্র লব ও কুশের মূৰ্ত্তি স্থাপন এবং গোরক্ষনাথদেবের মূৰ্ত্তি পুনঃ প্রতিষ্ঠা করেন। ললিতপাটনের কুন্তেশ্বর মন্দিয় ও অন্তান্ত অনেকগুলি দেবমন্দির ইহীরই প্রতিষ্ঠিত। ইনি ৪৩ বৎসর রাজত্ব করিলে পর, তৎপুত্র রাজা জয়যক্ষমল্ল রাস্বাসনে উপবিষ্ট হন । ইনি প্রথমে শঙ্করাচার্যপ্রবর্তিত ধৰ্ম্মমত শিক্ষা করিয়া ভারতের দাক্ষিণাত্য হইতে ভট্ট ব্রাহ্মণ অামাইয়া পশুপতিনাথদেবের পূজার ভার অর্পণ করেন। এই সময় হইতেই ভারতবাসী হিন্দুধৰ্ম্মাবলম্বী ব্রাহ্মণগণ নেপালে প্রকৃত হিন্দুমতে দেবপূজাবিধি প্রচলন করেন। ইহার রাজত্বকালে ধৰ্ম্মরাজ মীননাথ-লোকেশ্বরের মন্দির নিৰ্ম্মিত হয়, ঐ মন্দিরে সমস্ত-ভর বোধিসত্ব, পদ্মপাণি বোধসত্ব ও অষ্টান্ত বোধিসত্বগণ এবং নানা দেবদেবীর মূৰ্ত্তি প্রতিষ্ঠিত আছে। ৫৭৩ নেপাল-সংবতে ইনি একটী দুর্গনিৰ্ম্মাণ করান এবং তাহার রক্ষণাবেক্ষণের জন্ম কএকটী বিশেষ নিয়ম প্রচলন করেন । ভাতগাওএর তচপালটোল গ্রামে ইনি দত্তাত্রেয়ের একটা মন্দির নির্মাণ করিয়া দেন। রাজা গুণকমদেবের প্রতিষ্ঠিত লোকেশ্বর দেবমূৰ্ত্তি ঠাকুরীরাজগণের সময়ে যমলা নামক স্থানের ভগ্নমন্দির-স্তুপের श्र.५] *fisग्र! १fनि । ङिनि ঐ দেবমূৰ্ত্তির সংস্কার করাইয়া কাঠমাণ্ডুতে পুনঃ প্রতিষ্ঠা করেন। ঐ মূর্তি এখন যমলেশ্বর নামে খ্যাত। ই ন পাটন ও কাঠমাণ্ডুর রাজগণকে স্ববশে আনিতে সমর্থ হইয়াছিলেন।