পাতা:বিশ্বকোষ ষষ্ঠ খণ্ড.djvu/৩১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চিত্রবিদ্যা খান এইরূপ ছবির মূল্য ১০২ হইতে ১০০ টাকা । বারাণসী ও চিত্তপল্লীতে এইরূপ চিত্র হইয়া থাকে। জয়পুরে অনেকে হস্তীদন্তের উপর চিত্র আঁকিতে পারে। বারাণসী,ত্রিচনাপী প্রভৃতি স্থানে অভ্রের উপর ভিন্ন ভিন্ন জাতি ও উপজীবিগণের চিত্র এবং পৰ্ব্ব বাস্ত্রদির চিত্র অঙ্কিত হইয়া থাকে । ভারতের সর্বত্র কাষ্ঠের উপর নানারূপ চিত্র অঙ্কিত হয় । উত্তরপশ্চিম প্রদেশে মুজাফরপুর, দিল্লী, লাহোর, জালন্ধর, সিমলা, বারাণসী, বরেলি ও পাটন প্রভৃতি স্থানের চিত্রিত কাঠের বাক্স ও খেলান বিখ্যাত । কপাট, সিন্দুক, কৌট প্রভূতি রঞ্জিত করিয়া পরে বাণিস করা হয় । হস্তলিখিত পুথিতে সুরঞ্জিত চিত্রাঙ্কন-প্রথা বহুকাল হইতে ভারত, ভোট ও চীনদেশে প্রচলিত ছিল । ভোটদেশের ( তিব্বতের ) অনেক প্রাচীন পুস্তকে সিদ্ধপুরুষ ও দেবদেবীগণের চিত্র অঙ্কিত আছে । ভারতের অনেক প্রাচীন জৈন হস্তলিপিতেও এইরূপ তীর্থঙ্কর ও মহাপুরুষগণের চিত্র অঙ্কিত দেখা যায়। বহুদিন হইতে এদেশে তান্ত্রিক যন্ত্রাদি পুথির মধ্যেই নানাবর্ণে অঙ্কিত হইয়া আসিতেছে, এরূপ চিত্রিত চারিশত বর্ষের হস্তলিপি সংগৃহীত হইয়াছে । হস্তলিখিত পুস্তক চিত্রিত করিতে মোগলসম্রাটগণ বিশেষ উদ্যোগী ছিলেন। অক্বর ৪ লক্ষ টাকা ব্যয়ে রাজম নামা সচিত্র করেন । অলবারের মহারাজ বালীসিংহ পারস্তাকবি সেখ সাদির গুলিস্তান নামক পুস্তকের সচিত্র হস্তলিখিত নকল করান। উহার কেবল চিত্রগুলিতে ৫০ হাজার টাকা ও সৰ্ব্বশুদ্ধ লক্ষ টাকা ব্যয় পড়ে । এই পুস্তকের প্রত্যেক পৃষ্ঠা নূতন রকম চিত্রদ্বারা শোভিত। জয়পুর প্রদর্শনীতে এই পুস্তক রাজমনামার সহিত প্রদর্শিত হয়। ১৮৮৩ সালে কলিকাতা প্রদর্শনীতে অনেকগুলি সচিত্র হস্তলিখিত পুস্তক সংগৃহীত হয় । এগুলি উত্তরপশ্চিম প্রদেশের মুসলমুন রাজগণ প্রেরণ করেন। উড়িষ্যায় তালপত্রের পুস্তকেও চিত্রাদি অঙ্কিত দেখা যায় । সম্প্রতি মুদ্রণযন্ত্রের আবিষ্কারের পর, কাঠফলকে খোদিত (Wood cut ), footstofsn (Lithograph ), Fúi fèT(*it3tt* (Photograph), sts:Fw* (Copper-plate) f5E প্রভৃতি দ্বারা পুস্তকাদি সচিত্র করা হইতেছে। পূৰ্ব্বে কেবল হস্তদ্বারা চিত্রাদি অঙ্কিত ও তাহাতে বর্ণ ৰােজিত হইত বলিয়া চিত্র অতিশয় দুৰ্ম্ম ল্য ছিল। সম্প্রতি লিথোগ্রাফ, ফটোগ্রাফ প্রভৃতির উদ্ভাবন হওয়াতে চিত্রকাৰ্য্য অপেক্ষাকৃত সহজ ও সুলভ হইয়াছে । এক্ষণে কোন চিত্র [ రి( ) চিত্ৰশোচিস্ কর একটী চিত্র অঙ্কিত করিলে লিথোগ্রাফ সাহায্যে তদনুরূপ সহস্ৰ সহস্র ছবি অনায়াসে প্রস্তুত হইতে পারে । [ উহাদের বিস্তৃত বিবরণ লিথোগ্রাফ ও ফটোগ্রাফ শব্দে দ্রষ্টব্য । ] চিত্রবিভাগুকরস, বৈদ্যকোত্ত ঔষধবিশেষ। প্রস্তুতপ্রণালী পারদ ১ তোলা ও গন্ধক ২ তোলা একত্র ঘৃতকুমারীর রসে তিনদিন মর্দন করিয়া কজলী করিবে। পরে শোধিত তাম্ৰপত্র ৩ তোলা ঐ কাজলী স্বারা লিপ্ত করিয়া একটী স্থালীমধ্যে যুটের ছাই রাখিয় তাহার উপরিভাঙ্গুে কৰ্জ্জলী লিপ্ত ঐ তাম্ৰপত্র স্থাপন ও খোল দিয়া ঢাকিয়া পুনৰ্ব্বার তাহার উপর যুটিয়ার ছাই দিয়া স্থালী পূর্ণ করিবে। পরে স্থালীর মুখে সরা ঢাকিয়া তীব্র অগ্নিতে ২ প্রহর পাক করিবে । পরদিনে ঔষধ ৰাহির করিয়া লইয়া চূর্ণ ও জামীরের রসে পিষ্ট করিয়া মূষামধ্যে রুদ্ধ করিয়া ৭বার গজপুটে পাক করিবে । মাত্র ১ রতি, অনুপান ঘৃত ও মধু। সেবনাস্তে কঁাজিতে ঘষা তালমুলী ও রসুন ভোজন করা কর্তব্য। ইহা ব্যবহারে ভগন্দররোগ নষ্ট হয়। মিষ্টদ্রব্যভোজন, দিবানিদ্রা, মৈথুন ও স্নিগ্ধদ্রব্য ভোজন নিষেধ । ( ভৈষজ্যর” ) চিত্রবীর্ষ (পুং ) চিত্ৰং আশ্চৰ্য্যং বীর্যং যন্ত বহুব্রী। ১ রক্ত এরও। (ত্রি ) ২ আশ্চৰ্য্য বলযুক্ত । চিত্রবৃত্তি (স্ত্রী) কৰ্ম্মধা । অদ্ভূত ব্যাপার। চিত্রবেগিক (পুং) চিত্রবেগোস্ত্যন্ত চিতবেগ-ঠন । নাগভেদ । ( ভারত ৫৭ অঃ ) চিত্রবেশ (পুং ) কৰ্ম্মধা । বিচিত্ৰবেশ । চিত্রব্যাঘ্ৰ (পুং) চিতাবাঘ । [ চিতাবাঘ দেখ । ] চিত্রশাল ( স্ত্রী );চিত্রার্থ শাল মধ্য কৰ্ম্মধা । চিত্র করিবার জন্য নিৰ্ম্মিত ঘর, চিত্ৰগৃহ। চিত্রশিখণ্ডিজ (পুং) চিত্রশিখণ্ডিনোহরিমুমনজায়তে চিত্র শিখণ্ডিন জন-ড। বৃহস্পতি । চিত্রশিখণ্ডি-প্রসূত ( পুং ) চিত্রশিখণ্ডিনঃ প্রস্তত্ত: সন্ততিঃ ৬-তং । বৃহস্পতি । চিত্রশিখণ্ডিন (পুং) চিত্র: শিখগু: শিখা অস্ত্যস্ত চিত্র-শিখণ্ডইনি ( অত ইনি ঠনে। পা ৫২১৷১৫ ) মরীচি, অঙ্গিরা, অত্রি, পুলস্তা, পুলহ, ক্রতু, বশিষ্ঠ এই সাত ঋষির নাম। (অমর) চিত্রশিরস্ ( পুং ) চিত্রং শিরোহস্ত বহুত্ৰী। ১ গন্ধৰ্ব্বভেদ । (হরিব: ২৬১ অঃ) । ২ মুত্র পৃরীষোৎপন্ন বিষভেদ। (স্থ গ্রুত )। চিত্রশীর্ষক (পুং) চিত্রংশীৰ্ষং শিরোহস্ত বহুব্রী, কপ্‌। কীট ভেদ । ( সুশ্রত ) চিত্ৰশোচিস্ (ত্রি) চিত্ৰং শোচি তেজো যন্ত বহুরী। বিচিত্র যুক্ত। “अ१ मांग१ भिद्ध-८*ांघ्निरु९ भङ्ग३” ( ঋক্ ৫।১৭২ )