পাতা:বিশ্বকোষ ষষ্ঠ খণ্ড.djvu/৬০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o জগন্নাথ তর্কপঞ্চানন يسيسيبيمبي يبيعيينهيجيلييه छशब्रांथं ऊर्कनर्षांमन, वनप्नश्चद्र 4कजम श्रविडीव्र भखिड। সর ১১৯৯ জখে জাখিন মাসের শুক্লপঞ্চমী তিথিতে ছগলি জেলার জন্তর্গত ত্রিবেণী গ্রামে জন্মগ্রহণ করেন । ইহার পিতার নাম রুদ্রদেব তর্কবাগীশ । বৃদ্ধ বয়সে রুদ্রদেৰেয় প্রথম স্ত্রীর মৃত্যু হয় । পুত্রাদি না থাকায় তিনি বন্ধুগণের অনুরোধে ৬৪ বৎসর বয়ঃক্রমকালে বাসুদেব ব্রহ্মচারীর কন্তু জৰিকার পাণিগ্রহণ করেন । বিবাহের কয়েক বৎসর পরে জগন্নাথের জন্ম হয়। বৃদ্ধবয়সের পুত্র বলিয়া রুদ্রদেব জগন্নাথকে বড়ই আদর করিতেন, আদর পাইয়া জগন্নাথ ক্রমেই দুৰ্দ্ধৰ্ধ হইয় পড়িলেন । প্রতিবেশী সকলের উপর বড়ই অত্যাচার আরম্ভ করিলেন । এই জন্য রুদ্রদেব তাহাকে মধ্যে মধ্যে তিরস্কার করিতেন । সাত বৎসর বয়সে জগন্নাথ পিতার নিকটে ব্যাকরণ পাঠ জারম্ভ করিলেন । কিন্তু তিনি প্রায়ই পুস্তক পাঠ করিতেন না । একদিন রুদ্রদেব তাহার উপর নিতান্ত বিরক্ত হইয়। মারিত্তে গেলে তিনি ব্যাকরণের পরীক্ষা দিতে সন্মত হইলেন । কিন্তু পরীক্ষাতে তিনি সমস্ত প্রশ্নেরই যথাযথ উত্তর প্রদান করিলেন । বাল্যকাল হইতেই তাহার অসাধারণ স্মৃতিশক্তির পরিচয় পাওয়া যায় । জগন্নাথের ৮ বৎসর বয়ঃক্রমকালে তাহার মাতার মৃত্যু হয়। কিছুদিন পরে তাহার জ্যেষ্ঠতাত ভবদেব ন্যায়ালঙ্কার পড়াইবার জন্তু তাহাকে ত্রিবেণীর নিকটবর্তী বংশবাটী গ্রামে লইয়া গেলেন। জগন্নাথ অল্পদিনের মধ্যেই সাহিত্য ও অলঙ্কারশাস্ত্রে ব্যুৎপন্ন হইলেন । একদিন ভবদেব তাহার পিতা হরিহর তর্কালঙ্কারের জ্যেষ্ঠ সহোদর চন্দ্রশেখর বিদ্যাবাচস্পতির প্রণীত দ্বৈতনির্ণয় নামক স্মৃতিসংগ্রহ জনৈক ছাত্রকে পড়াইতেছিলেন, তাহার এক স্থলে সন্দেহ হওয়াতে জগন্নাথ তাহ সুচারুরূপে বুঝাইয়া দিলেন। ভবদেব যারপর নাই সস্তুষ্ট হইয় তাহাকে স্মৃতি পড়াইতে আরম্ভ করিলেন। পঞ্চদশ বৎসর বয়ঃক্রমকালে জগন্নাথের বিবাহ হয়। তাহার পত্নীর নাম দ্রৌপদী। ইহার কিছুদিন পরেই ভব: দেবের মৃত্যু হইল। ভবদেবের মৃত্যুর পরে জগন্নাথ ত্রিবেণীতে কামালপুরনিবাসী রঘুদেব বিদ্যাবাচস্পতির টোলে অধ্যয়ন করিতে লাগিলেন । এই সময়ে একদিন রঘুদেবের সহিত স্থায়শাস্ত্রের প্রসিদ্ধ টীকাকার জগদীশবংশীয় নবদ্বীপনিবাসী রমাবল্লভ বিদ্যাবাগীশের ঘোরতর তর্ক উপস্থিত হয়। জগন্নাথ সেই তর্কের মীংমাসা করিয়া দেন। তিনি অধ্যাপকের मिक्ष স্থায়শাস্ত্র এবং অবসর মত নিজে অন্তান্ত শাস্ত্র পাঠ করিতেন । ২৪ বর্ষ বয়ঃক্রমকালে জগন্নাথের পিতা পরলোক গমন [ *సిసి 1 छशबाथ তর্কপঞ্চানন করেন । পিতার মৃত্যুর পরে তঁহার জড়িশা ছয়বস্থা ঘটিল। পিতার শ্রাদ্ধাদি সমাপনের সহিত র্তীছায়ও পাঠ শেষ হইল। জগন্নার্থ "কর্কপঞ্চানন” উপাধি লাভ করিঙ্গ নিজ বাটতে একটা চতুষ্পাঠী খুলিলেন । কিন্তু অল্পদিনের মধ্যেই হার যশ: সমস্ত বঙ্গদেশে ব্যাপ্ত হইল। দিন দিন ছাত্রসংখ্যা বৃদ্ধি পাইতে লাগিল । তিনি দেশবিখ্যাত হইয়া উঠিলেন । একদিন বৰ্দ্ধমানাধিপতি মহারাজ ত্রিলোকচঞ্জ তাহার অসাধারণ বিদ্যাবত্তার পরিচয় পাইয় তাহাকে পাণ্ডুয়া পরগণার অন্তর্গত হেহ্লয়াপেত্ত নামক গ্রাম নিষ্কর দান করিলেন । পরে বৰ্দ্ধমানরাজ তাঁহাকে আরও অনেক ব্রন্ধোত্তর ভূমি ও একটা প্রকাগু পুষ্করিণী দান করিয়াছিলেন । - মুর্শিদাবাদের নবাবের দেওয়ান রায় রায় নন্দকুমার র্তাহার গুণে সতিশয় প্রীত হইয়। নবাবের সহিত তাহার পরিচয় করাইয়া দেন। নবাব তাছাকে যথোচিত পারিতোষিক প্রদান করিয়াছিলেন । নবাবের অনুমতিক্রমে র্তাহার বসতবাটী ইষ্টক নিৰ্ম্মিত হয় । কোন সময়ে নবদ্বীপধিপতি কৃষ্ণচন্দ্রের সহিত জগন্নাথ তর্কপঞ্চাননের মনাস্তর ঘটে । কৃষ্ণচন্দ্র তাহাকে অবমানিত করিবার অভিপ্রায়ে বাজপেয় ষজ্ঞের অনুষ্ঠান করিয়া তাহাকে বাদ দিয়া ভারতবর্ষের আর আর সমস্ত প্রধান প্রধান পণ্ডিত্তগণকে নিমন্ত্ৰণ করিলেন । ‘পাছে পণ্ডিতগণ মনে করে যে জগন্নাথ তর্কপঞ্চাননের নিমন্ত্রণ হইয়াছে, কিন্তু তিনি পরাজয়ভয়ে সভায় উপস্থিত হইতেছেন না ।” এইরূপ চিস্তা করিয়া তর্কপঞ্চানন বিনা নিমন্ত্রণেই সশিষ্ণুে কৃষ্ণচন্দ্রের যজ্ঞসভায় উপস্থিত হইলেন । র্তাহার আশ্চৰ্য্য শাস্ত্রমীমাংসায় সকলেই চমৎকৃত হইল । কৃষ্ণচন্দ্র ৰ্তাহার আগমনে অত্যস্ত লজ্জিত হইলেন। তৎপরে জগন্নাথ অপমানের প্রতিশোধ দিবার জল্প নন্দকুমারের নিকট গিয়া অাস্কোপাস্ত সমস্ত বলিলেন । নন্দকুমার তৎক্ষণাৎ কৃষ্ণচন্দ্রকে বাকীখাজনার জন্ত ধরিয়া আনিতে লোক পাঠাইলেন । কৃষ্ণচন্দ্র মুর্শিদাবাদে আনীত হইলেন । সেখানে জানিতে পারিলেন যে সমস্তই জগন্নাথ তর্কপঞ্চানন হইতে হইয়াছে । অনেক স্তুতি মিনতির পর ব্ৰাহ্মণকে সন্তুষ্ট করিয়া কৃষ্ণচন্দ্র অব্যাহতি পাইলেন । জগন্নাথের ৬২ বৎসর বয়সে র্তাহার পত্নীৰিয়োগ হয় । তাহার দুই পুত্র ও তিন কন্যা জন্মে। এই সময় হইতে তিনি অধিক সময় পূজা আহিকে অতিবাহিত করিতেন। ১৭৬৫ খৃষ্টাব্দে ইংরাজের বাঙ্গালার দেওয়ানী লাভ করেন। হিন্দুদিগের বিচারের নিমিস্ত তৎকালে তাহাদিগের cदां५भाभा aश् न थांकांग्र ऍांशग्न जर्शन्नाथ ऊर्कनकstनञएक