পাতা:বিশ্বমানবের লক্ষ্মীলাভ.djvu/১৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পালান্ত পরিচ্ছেদ কী হবে যে সব পাশ্চাত্ত্য পর্যটক আজকাল রুশে অবস্থা দেখতে ষান, তারা USSR-এর অধীনে শ্রমিক বর্গের মুখস্বচ্ছনো থাকার চেহারা অস্বীকার করতে পারেন না ; অথচ তারা যাকে সভ্যতা বলেন তার বিধিনিষেধ রীতিনীতি সব উলটপালট করেও যে, মামুষের ভালো চলতে পারে, সে কথা তাদের মন একদম নিতে চায় না ? তাই ভীমরুলের যেমন লেজে ছল, তাদের মস্তব্যের শেষে একটা খোচী থেকে যায়—*এ ভালো কি টিকবে ।” নগরকীত নে মেতে উঠে নাগরিকেরা কোলাকুলি করে, পরে উচ্ছাস জুডিয়ে গেলে, যে-দলাদলি সেই দলাদলি এ স্থলেও, েই পাশ্চাত্ত্য সমালোচকেরা বলেন, বিপ্লবের ঝাজ নরম পড়লে, আবার হবে ভাইভাই ঠাই-ঠাই। সেটা যাতে তাড়াতাডি হয়, আশপাশের হিতৈষী ( 1 )-রা পথ চেয়ে বসে আছেন, সে কথা অবশু থাকে উহ আমরা এ পথেরও কিছু জানি, ওপথেরও কিছু জানি । তাছাড়া মরে অাছি বলে মরণদশারও লক্ষণ জানি । সে অবস্থায় USSRএর ভবিষ্যতের বিষয়ে অন্তত আমাদের ধারণাটুক্‌ না বললে শ্রোতারা গোলমাল করতে পারে, ভাববে, কথক ফাকি দিয়ে উঠে পড়ল । তাই এই উপসংহার। যিশুখ্রীস্ট বলেছেন, তলোয়ার যার জাবিক, তলোয়ারেই তার ৰিলাশ । USSR সম্বন্ধে এ কথা খাটে কি না সন্দেহ, কারণ রিপুর বশে র্তারা তো অস্ত্র ধরেননি। দেশের প্রজাবৃন্দের উপর অনেক দিনের >նց Գ