পাতা:বেণু ও বীণা.djvu/১০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

స్సా) বেণু ও বীণা। இ-கு অন্ধ শিশু । শীর্ণ দেহ, শুষ্ক তার মুখ, नृष्टिशैन-भि७ ७डप्रैंकु ; জন্মেছে সে ভিখারীর ঘরে, জীবন বহি’ছে অনাদরে । পিতা মাতা কেহ নাই—কেহ নাই তা’র, সে এখন অপরের সহায় ভিক্ষার । অন্ধের তুখের নাহি শেষ, গ্রীষ্মে শীতে একই তার বেশ,—- একই ভাবে সকাল বিকাল, পথে বসি’ কাটায় সে কাল ; কেহ বা দলিয়া যায়,----কেহ বলে ‘আহা, ব্যথিতের দুঃখ, হার, কে বুঝিবে তাহ ! না জেনে সে বসিল ফিরিয়া, পথ পানে পিছন করিয়া ;– না জেনে প্রাচীর-পাদ-মূলে, হাত খানি পাতিল সে ভুলে ! নিষ্ঠুর নগরী ওরে, বিদ্রুপের ছলে, মনে হয়, বিধি তোরে ভংসিলা কৌশলে !