পাতা:বেণু ও বীণা.djvu/১১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেণু ও বীণ। ഒ്-=@ শিশুর স্বপ্ন শ্রেড । দোলায় শুয়ে ঘুমায় শিশু মায়ের কোলের মত, মায়ের নয়ন নিয়েছে আজ জাগরণের ব্রত ! পল বিপলে, সকাল সাঝে, পাচটি মাসের স্নেহ, হৃদয়টি তা’র ছাপিয়ে দিয়ে ভাসিয়ে দেছে গেহ । হায় কিশোরী ! নুতন খেলা—মানুষ পুতুল নিয়ে,— প্রদীপ করে, পলক হারা, তাই কি আছিস্ চেয়ে ? ঘুমায় শিশু, পল্লী ঘুমায়, সুমে জগৎ ছায়, কাজল-কাল চোখের কোণে ঈষৎ হাসি ভায় ! হঠাৎ, কেন চোখ দু’টি তা’র, ছলছলিয়ে আসে, ঘুমের ঘোরে, শিশুর চোখে, কোন ছথে জল ভাসে ? ঝিনুক বাটার ঝনঝন কি নিদ্রা ঘোরে ও শোনে ? তাই কি কাপে ঠোট ছ’টি তা’র—অশ্রু চোখের কোণে ? ভয় যে আজ’ শেখেনিক” মান অপমান নাই,— কি বেদনায়, ঘুমের ঘোরে, তার চোখে জল ভাই ? শিশুর স্বপন—তা’ ও কি নহে সুখের ভগবান ? বিভীষিকার বিষম ছায়া তাতেও বিরাজমান ?