পাতা:বেণু ও বীণা.djvu/২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেণু ও বীণা ৷ છેિ. ડછે কিশলয়ের জন্মকথা । চোখ দিয়ে ব’সে আছি, কখন অঙ্কুর ফাটি’ বহিরিবে প্রথম পল্লব ; এক মনে আছি চেয়ে, ধরা যদি পড়ে তাহে— নিখিলের আদি কথা সব । সারাদিন ব’সে, ব’সে, তন্দ্র চোখে এল শেষে ; চরাচর ডুবিল তিমিরে ; প্রভাতে দেখিমু জেগে, নয়নে কিরণ লেগে— কচি পাত কঁাপিছে সমীরে।