পাতা:বেণু ও বীণা.djvu/৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেণু ও বীণা ৷ இ-இ ঝঝর রবে ঝরে বারিধার, শিথিলিত কেশ, বেশ ; গর্জন ধ্বনি সহসা উঠিল ব্যাপিয়া সৰ্ব্বদেশ । এ পারে বজ্ৰ অট্টহাসিল, ও পারে প্রতিধ্বনি,— সংজ্ঞা হারা’নু, কি যে হ’ল পরে আর কিছু নাহি জানি । জাগিনু যখন শেষ, দেখি, আছি আমি ব্যাপি দেশ, ভূতলে অতলে যেতেছে মিলায়ে আমারি সে তমুখানি । আজ নাহি মোর জোছনা সিনান, কিরণে শিঙার নাই, নাহি রামধনু-মেখলা আমার, নাই কিছু নাই, ভাই ; আজ আমি শুধু সলিল-বিন্দু, ভাই আজি মোর ধূলি, চাদের মিতালি ভোলা যায়, করি তার সাথে কোলাকুলি ! আমি, নহি নহি মেঘ আর, এবে, জল আমি পিপাসার, সার্থক আজি জন্ম আমার—যর্থীরে ফুটায়ে তুলি । ২২