পাতা:বেণু ও বীণা.djvu/৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেণু ও বীণা ৷ ఫ్రా.కాకాకా ప్ర్ర ভ্রষ্ট । আনন্দে অমৃত-গন্ধ আছিল তখন, তীব্র ছিল দুঃখ অভিমান, অনুভূতি তীক্ষ ছিল, পুষ্প সম মন, ভালবাসা ছিলনাক’ ভান । তখনি সে পরিচয় তোমায় আমায়, কত দিন—কতদিন গেছে 5 এত ঘনিষ্ঠতা,—শেষে, কে জানিত হায়, অচেনার মত রব বেঁচে ? তুমি ডুবিয়াছ পঙ্কে, আমি সশঙ্কিত, মজি নিজে—কখন—কে জানে ; পাছে এ কাহিনী হয় অন্তের বিদিত,— ফিরে নাহি চাহি তোমা’ পানে।