পাতা:বেণু ও বীণা.djvu/৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

●ዓ‛ বেণু ও বীণা ৷ இஉலு হয় ত’ হ’তাম সুখী আমরা দু’টিতে,— হেলা ভরে তুমি গেলে চলি ; প্রেম-শতদল হায় ফুটিতে ফুটিতে— মনে পড়ে ?—গিয়েছিলে দলি’ ৷ মানুষ পাষাণ হয়, কর কি প্রতায় ? চেয়ে দেখ—সাক্ষী তার আমি ; ঠেকিয়া শিখেছি এবে, কেহ কার’ নয়,— সত্য কি না জানে অন্তৰ্য্যামী । কেনা, বেচা, বেনেগিরি কানাকড়ি নিয়ে, হট্টগোল হাটের মাঝারে ; ক্ষয় গেল সোনাটুকু যাচিয়ে, যাচিয়ে, প্রতিদিন দোকানে, বাজারে,— অধরে যে হাসি ছিল—মিশেছে অধরে, জঙ্গলের ফুলের মতন ; নয়নে যে জ্যোতি ছিল, শুধু অনাদরে, নয়নে সে হয়েছে মগন ।