পাতা:বেণু ও বীণা.djvu/৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেণু ও বীণা ৷ கு, அகஇ একদিন-না-একদিন । একদিন-না-একদিন, কারো-না-কারো কপালে, ঘটেছে যা”—তাই নিয়ে ভাই বৃথাই মাথা বক’লে । সীতার নামে কলঙ্ক আর লক্ষ্মণেরে অবিশ্বাস, ধ্যানভঙ্গ শঙ্করের ও যুধিষ্ঠিরের নরকবাস ; এমন সকল কাও যখন আগেই গেছে ঘ’টে, তখন তুমি খ্যাতির খেদে গরম কেন চ’টে ? চলতে গেলেই লাগে ধূলো, ধুয়ো তখন ও সব গুলো, তা’ব’লে কি পথ দিয়ে, ভাই, চ’লবে নাক’ মোটে ? একদিন-না-একদিন, কারো-না-কারো কপালে, ঘটেছে যা তাই নিয়ে ভাই বৃথাই মাথা বকা’লে। অরসিকে রসের কথায় হয়ত যাবে ভোলা’তে, অপ্রেমিকে মনের ব্যথায় হয়ত যাবে গলাতে ; অঘটন যা ঘটবে তা’তে—সেটা কিন্তু স্বাভাবিক ! কাজেই ত’তে বিলাপাদি, বেশী রকম, নহে ঠিক । చీన