পাতা:বেণু ও বীণা.djvu/৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেণু ও বীণা ৷ 3, মৎস্য-গন্ধা । দ্বীপে উষা এল কুয়াসায়,— কোলের মানুষ চেনা দায়,— চারি ধারে ঘিরি’ তা’রে:জলের অাক্রোশ, বাহিরে রোষের ছায়া---অন্তরে সন্তোষ । ঙ্গিম রাশি ফণা তুলে ধায়, মৎস্ত্য-গন্ধা তরণী ভাসায় । তরী চলে ডুবায়ে মৃণাল, হাতে তার আদ্র কালো জাল ; দৃঢ় মুঠি--টানে জাল, পড়েনিরে মীন ! হ’য়োনা মলিনা বালা আজি শুভদিন ;– জালে ধরা দেছে পরাশর ! তরী’পরে সোনার বাসর ! কোথা দিয়ে কাটে দিন রাত, ঋণি নাহি মুদে অণখি পাত ; 8○