পাতা:বেণু ও বীণা.djvu/৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেণু ও বীণা। @=g এল গেল নিশি দিন, মলিন, লাবণাহীন, এ বরষা ফুরা’লনা, শুকা’লন জল ; আকাশ, পৃথিবী নাই, দাড়াবার নাহি ঠাই, প্লাবনে হয়েছে এক অকুল অতল ! আমরা ডুবিয়া আছি, মরেছি কি বেচে আছি জানিনা, প্রকৃতি মাগে, ডেকে.নে জুড়াই ; দক্ষিণ দুয়ার খুলে ডুবা ও গো, সিন্ধুজলে, হয়েছি পরের বোঝা—ঘরের বালাই । সেথা নাহি ভেদাভেদ, নাহি মা মনের ক্লেদ, ঢেকে দে বঙ্গের মুখ, বেঁচে কাজ নাই ; অবাধ অনন্ত জল, নাহি তীর, নাহি তল, মুক্ত পথে ছুটে যা’ব,—দে না মাগো তাই। তা যদি দিবিনা, তবে, দেখাসনি ও বিভবে,— শরতের শুভ্ৰ হাসি, বসন্ত-বিলাস ; যাহারে সাজে, মা, হাসি, তাহারে দেখাস আসি— বিচিত্র বরণে আঁকা তোর ‘বার মাস’ । ԳԵ