পাতা:ব্যবসায়ে বাঙালী.djvu/১৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఆ\రి ব্যবসায়েfবাঙালী হইয়া, যেখানে দশজন গাড়োয়ানের অল্পের সংস্থান হইত, সেখানে এক্ষণে মাত্র একজন ড্রাইভার মাসে ২৫-৩০ টাকা মাহিনা পায় ; গাড়োয়ান দশজনেরই অল্প মারা গিয়াছে। ড্রাইভারের উক্ত ২৫।৩০২ টাকার মধ্যেও পুলিশকে কিছু ভাগ দিতে হয়, এবং সময় সময় ফৌজদারী আদালতে জরিমানাও দিতে হয়। যাহারা ভাড়া খাটানোর জন্য মোটর লরীর ব্যবসা করেন, তাহাদের খরচ পোষাইয়া কিছু লাভ হওয়াতে দূরের কথা, এমন কি গাড়ীর খরিদ-মূল্যও ফেরত পান না। এ ব্যবসায় বলিতে গেলে, পাঞ্জাবীদের একচেটিয়া। ইহার কারণ আছে। তাহারা নিজেরাই ড্রাইভার, নিজেরাই মিস্ত্রী। সুতরাং দু’পয়সা তাহাদের থাকে। পাঞ্জাবীদের মত নিজে ড্রাইভার, নিজে মিস্ত্রী হইতে না পারিলে কাহারও এ ব্যবসায়ে নামা উচিত নহে ।