পাতা:ভক্তিগানামৃত.djvu/৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ৩৮ ] লম্বিত কুঞ্চিত কেশ, ত্যজিয়ে স্থবেশ বেশ, চরণতলে মহেশ, দেখ না দেখে নয়নে ॥ করে করি মুণ্ড অসি, পদে গঙ্গা বারাণসী, সাধক মন সন্তোষী, নৃত্যুতি রণ অঙ্গনে । দশনে ধরি রসন, হয়েছ রণে মগন, ব্ৰহ্মময়ী ত্বং ত্রিগুণ, দেহাম্বিত কাৰ্য্যগুণে ॥ রুধির মেখেছ অঙ্গে, ডাকিনী যোগিনী সঙ্গে, চন্দ্রে হের মা অপাঙ্গে, নিবেদন শ্রীচরণে ॥ রাগিণী মল্লার। ভাল কওয়ালি । কালি পদে মন, কেন দাও না । কালিনামামৃত সদা, কেন মন খাও না । কালি নাম মহৌষধি, পানে খণ্ডে পাপ ব্যাধি, কালি ভাবি নিরবধি, কালি কৃপা চাও না । পাত্র বট কি না বট, কালী নাম সদা রট, কর মহিমা প্রকট, কালী গুণ গাও না । কালীর নাম মহাত্ম, কালী বিনা কেবা আত্ম, কালি নাম সত্যবত্ম, চন্দ্র কেন ষাও না । রাগিণী ইমনকল্যাণ । তাল চোতাল। কালীর শ্ৰীচরণ ধন, সবে কি পায় সে রতন । সাধকের দৃঢ় ভক্তি, আর বিনা আরাধন । সামান্য রতন নয়, অপ আয়াসে কি হয়, ঐকান্তিক যার রয়, সেই পায় শুণমা ধন । বরং সন্তরণে পার, হতে পারে পারাবার, স্বামপদ প্রাপ্ত ভার, সে ধন নহে সাধারণ ॥ ভক্তিভাবে নিরবধি, মনঃ মসংযমে সাধি, ( ২৯ ) ( \రిe )