পাতা:ভক্তিগানামৃত.djvu/৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

I bro I ভীষণ করিয়ে বেশ, অথচ ষে শুভঙ্করী । এ যে নবীন বয়সে, এ মহারণে প্রবেশে, অক্লেশে দনুজ নাশে, ভক্তজনে প্রিয়ঙ্করী ॥ লোভ জন্য মোহবশে, জঘন্য মানস আশে, পতিত চন্দ্র কলুষে, ক্ষমা কর ক্ষেমঙ্করী ॥ ( ७२ ) রাগিণী সুরট মল্লার । তাল জলদতেতাল।। বর্ণ কাল করে আল, কেশ এলো বামা কে । প্রকৃতি বিকৃতি দেখি, আকৃতি সুরমা কে ॥ লম্বমান এলোকেশী, দিগম্বরী ছিন্নবেশ, আসবে হয়ে আবেশ, ঘোর মুৰ্ত্তি ভীম কে । কাল যামিনী ৰূপিণী, সমরে কে একাকিনী, শক্ৰ ভয় প্রদায়িনী, করালা সত্তম কে ॥ ডাকিনী যোগিনী সঙ্গে, রণাঙ্গনে নাচে রঙ্গে, আশঙ্কা নাস্তি ভ্ৰ ভঙ্গে, ই হার উপমা কে । দশনে রসনা চাপি, রুধির শু! মাঙ্গে ব্যাপি, এ বামার অনুৰূপী, দেখেছে উত্তম কে ॥ নারী হয়ে এলো রণে, আলো করি ত্রিভুবনে, ভক্ত চন্দ্র মাত্র জানে, পরম! এ শু। মা কে ॥ ( ৬৩ ) রাগিণী ইমন গৌরী। তাল একতাল।। এলো রণে বিবসনে, ঘোরা শু্যামা অট্টহাসে । টলিত এ ভব দলিত দানব, আসব পান আবেশে ॥ নর কুর কৃত বাসা, মৃত শিশু কর্ণভুষা, অমরে অমৃত ভাষা, কর্কশা অসুরে নাশে । শোণিত ঐ অঙ্গে শোভা, মিলিত তড়িত প্রভা, দলিত অঞ্জননিভা, দুর্লভ ৰূপে প্রকাশে ॥ "