পাতা:ভবিষ্যতের বাঙালী.djvu/১০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

थांशैश छi१बर्भ ভারতবর্ষের ধনবল আছে, জনবল আছে, 6द्मश् छेडिट्रश्न ङi८छ्, মহামুল্য আর্থিক সম্পদ আছে, সবই আছে, অথচ এদেশ যেন প্রাণহীন! কোন বিরাটু জাতীয় স্পন্দন। এখানে অনুভূত হয় না । সভ্য, শক্তিশালী জাতিদের পঙক্তিতে এর স্থান নাই। বিশ্বসমস্যার আলোচনা কিম্বা সমাধানে ভারতবর্ষের মতামত কেউ জিজ্ঞাসা করে না । ছেলেবেলায় পড়া ঘুমন্তপুরীর ঘুমন্ত রাজকুমারীর কথা আমার মনে পড়ে : রাজকুমাস্ত্রীর জন্মোপলক্ষে দ্বাদশটা পরী নিমন্ত্রিত হলেন । , কেবল একটি পরীকে নিমন্ত্রণ করতে সকলে ভুলে গেল । দশটা নিমন্ত্রিত পরী রাজকুমারীকে বর দিলেন। কেউ বিদ্যার বির দিলেন, কেউ সৌন্দর্য্যের বর দিলেন, কেউ লাবণ্যের বর দিলেন, কেউ *বর দিলেন রাজকুমারীর আস্তর করুণায় ভরা থাকবে ইত্যাদি, ইত্যাদি । রাজপুরী যখন উৎসবের আনন্দে মুখর, ঠিক সেই সময়ে যে পরীটীকে লোকে নিমন্ত্রণ করতে ভুলে গিয়েছিল, তিনি সহসা এসে উপস্থিত হলেন। পরণে কাল কাপড়, মাথায় কাল টুপী, হাতে কাল ছড়ি । ক্ৰোধে মুখমণ্ডল তঁর বিকৃত। রোমকম্পিত কণ্ঠে তিনি বললেন