পাতা:ভারতী ১২৮৪.djvu/৩১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

1 \\రిఇ প্রফুল্ল পঙ্কজ যেন অন্ধের মাঝারে। জড়ানো জট্যকলাপে ভুজগ-বন্ধন, দুই ফের, করি আর কানে অক্ষমালা, গ্রন্থিযুক্ত কৃষ্ণাজিন আছেন যা পরি হয়েছে বিশেষ নীলকণ্ঠের প্রভায় । চক্ষে নাহি পলক, স্তিমিত উগ্র তারা কিঞ্চিত কেবল পাইতেছে পরকাশ, ভুরু-দ্বয়ে বিকারের প্রসঙ্গটি নাই, নাসিকার অগ্রভাগে লক্ষ্য অাছে পড়ি । জলপূর্ণ জলদ বৃষ্টির নাহি নাম, অকূল অগাধসিন্ধু তরঙ্গটি নাই, নিবাত-নিষ্কম্প-শিখ প্রদীপ যেমন, এমনি হইয়াছেন প্রাণ-বায়ু-রোধে । জ্যোতির অঙ্কুর যাহা ব্রহ্মরন্ধ হতে উঠিয়াছে, পথ পেয়ে মধ্যের আঁখিতে— মৃণালের স্বত্ৰ হ’তে সুকুমারতর নব শশধর-প্রকে করিছে মলিন । ইন্দ্রিয় হইতে মন ফিরাইয়া আনি হৃদয়ে স্থাপন করি সমাধির বশে, যে অক্ষর পুরুষে ক্ষেত্ৰজ্ঞ জন জানে, আত্মাতে সেই আত্মারে দেখিছেন তিনি। মনেরো অস্থয় বিনি, অদূরে র্তাহারে নিরথি আমন ধারাঁ ধ্যানে নিমগন, এমনি জড় মাড়ষ্ট হইল মদন হাত হৈতে পড়ি গেল ধর্বোণ খসি, কখন যে পড়িল তা নারিল জানিতে। বীৰ্য নিভ নিভ প্রায় এই যে তাহার উস্কাইয়। তুলি তাহী রূপের ছটায়, পূৰ্ব্বতরাজ-দুহিতা দেখা দিল আসি, পাছু পাছু হুইবন-দেবত সুন্দরী। পদ্মরাগ মণি জিনি অশোক-কুসুম, • “...' ०छ -1 .................. সম্পাদকের বৈঠক } - সখী দুটি মুহাদেবে করিয়া প্রণাম । મ ર૪૪ কাড়িয়াছে হেমছাতি কণিকার-ফুল, হইয়াছে সিন্ধুবার মুকুতা-কলাপ, বসস্ত কুসুম ধত অঙ্গ-আভরণ । স্তনভারে নতকায় কিঞ্চিত অমনি, তরুণ অরুণ রাগ বসনে আবার, কুসুম-স্তবক-ভরে নম্র আহা মরি সঞ্চারিণী পল্লবিনী যেন গো লতাটি । খসি খসি পড়িতেছে বকুল মেখলা, পুনঃপুনঃ রাখিছেন আটক করিয়া। ভ্রমর তৃষিত হয়ে নিশ্বাস সোরভে বিম্ব অধরের কাছে বেড়ায় ঘুরিয়া, চঞ্চল-নয়ন-পাতে উমা প্রতিক্ষণ লীলা শতদল নাড়ি দিতেছেন তাড়া । র্যার রূপ রাশি হেরি রতি লজ্জা পায় অকলঙ্ক সে উমারে নিরখি মদন, জিতেন্দ্রিয় শূলি-প্রতি স্বকাজ সাধিতে পুনরায় বক্ষে নিজ বঁধিল সাহস । এমন সময়ে উম ভবিষ্যৎ-পতি মহেশের দুয়ারে হইল। উপনীত, তিনিও পরম জ্যোতি পরমাত্ম রূপ নিরখি অন্তরে ক্ষান্ত হইলেন যোগে । ক্রমে ক্রমে প্রাণ বায়ু করিয়া মোচন | যোগাসন শিথিল করিতেছেন হর, ওদিকে ভুজঙ্গ-অধিপতির মস্তকে কষ্টকর ঠেকিতেছে ধরণীর ভার। নন্দী তার পদতলে প্ৰণিপাত করি নিবেদিল, “এসেছেন শুশ্রুয়ার তরে, শৈলসুত,” মহেশের ক্ৰক্ষেপ হ’তেই প্রবেশের অনুমতি হইল বুঝিয়া নন্দী গিরি নন্দিনীয়ে.পশাইল তথি ।