পাতা:ভারতী ১২৮৪.djvu/৩১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- - -- - - - - --- * - - * • , * - - - - - i. - - * . - - - | ভারতী মা ১২৮৪) সম্পাদকের বৈঠক। . ৩২৯ l;

মদন ভষ্ম। সময় লঙ্ঘন করি নায়ক তপন উত্তর অয়ন যবে করিল আশ্রয়, দক্ষিণের দিক-বাল প্রাণের হুতাশে অধীর হইয়া উঠি ফেলিল নিঃশ্বাস। নুপুর-শিঞ্জন-সহ সুন্দরী-কুলের চারু পদ-পরশের বিলম্ব না সহি, অশোকের র্কাধ হৈতে সৰ্ব্বাঙ্গ ছাইয়া ফুটিয়া-উঠিল ফুল পল্লব সহিতে । কচি কচি নবীন পল্লব উদগমে সমাপ্তি লভিল যেই নব-চুত-বান, বসাইল অলিবৃন্দ বসন্ত অমনি কুসুম-ধমুর যেন নামাক্ষর গুলি । কণিকার-ফুলের এমন বর্ণ শোভা, সৌরভ নাহি রে তার, বড় প্রাণে বাজে ! একাধারে সব গুণ বৰ্ত্তিবে যে কচ্ছু বিধাতার প্রবৃত্তি বড়ই তাহে বাম । মৰ্ম্মর শবদে যথা জীর্ণ পর্ণ ঝরে— হেন বলে মদ-ভরে উদ্ধত হইয়া বায়ুর প্রত্যভিমুখে চরে মৃগ কুল,— পিয়াল-মঞ্জরী-হ’তে উড়ি' আসি রেণু করিতেছে তা’-সবার নয়ন আকুল । উদ্যত-কুসুম-ধনু সঙ্গে লয়ে রতি সেই ঠাই যখন হইল। উপনীত, জীব-জন্তু সবাকার মরমে মরমে কি যে রস সঞ্চারিল, অস্তরের ভাব বাহিরিতে লাগিল সবার সব কাজে । ভ্রমরীর পিছে পিছে উড়িয়া ভ্রমর একই কুসুম-পাত্রে মধু কৈল পান ; কৃষ্ণসার মৃগবর মৃগীর শরীরে শৃঙ্গ বুপাইছে কিবা পরশের স্বখে মুদিরা আসিছে আঁখি কুরদিনীটর। । রসাবেশে করিণী হইয়া গদ-গদ গণ্ডৰ করিয়া লয়ে পদ্মগন্ধী জল পিয়াইয়া দিল তাহ প্রিয় মাতঙ্গেরে। থামে যেই কিন্নরা করিয়া গীত গান,— যখন মুখমণ্ডলে পত্ৰলেখা-ছাপ উঠিয়া গিয়াছে কিছু শ্রম-জল লাগি, ঘুরিছে অণথি যখন পুষ্প মদ ভরে,— · সেই অবসরটিতে রসিয়৷ কিন্নর প্রেয়সীর বিধুমুখ চুম্বে ঘন ঘন। লতা-বধূ যতেক কানন-বন-ময়— কুসুম-স্তবক-ভার স্তন যাহাঁদের, নব কিশলয় আর ওষ্ঠ মনোহর, বঁধিল তাহারা সবে গাঢ় আলিঙ্গনে তরু-শাখা-সবা কারে নম্র ফুল-ভরে । দিব্য শুনা যাইতেছে অঙ্গরীর গান তবুও শঙ্কর-দেব ধ্যান-পরায়ণ, আপনি আপন-প্ৰভু যে মহাপুরুষ, কোন বিঘ্ন কভু তারে নারে টলাইতে। লতা-গৃহ-দ্বারে নন্দী করি আগমন বাম করতলে এক হেম-বেত্র ধরি অধরে অঙ্গুলি দিয়া করিল সঙ্কেত। নিষ্কম্প আমনি বৃক্ষ, নিভৃত ভ্রমর, মূক হ’ল বিহঙ্গম, শান্ত মৃগ-কুল, সমস্ত কাননময় তাহারি শাসনে ছবি-সম যে যেমন তেমনি রছিল। . আসন্ন মরণ নাকি মদনের তাই । দেবদার-বেদীতে শালিচৰ্শাসনে I নিরখিল আসীন সংযমী মহাদেৰে। I পূৰ্ব্বকার খজুস্থির, স্কন্ধ হই নত, করন্থটি শোভিতেছে উৰ্দ্ধমুখতল, ।