পাতা:ভারতী ১২৮৪.djvu/৪২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রতিনিয়ত বাম্পোদগম হওয়াতে পত্র | ४निब भीडलङ ब्रकिङ श्हेब थांप्क" নাভাত্তরস্থ নির্ধাস এবং মূল দ্বারা আকৃষ্ট যে তরল মিশ্র পদার্থ রক্ষের সৰ্ব্বাঙ্গে ব্যtপিয়া থাকে, তাহ হইতে শ্বেত সারাত্মক ७क थकान भनार्थ उ९१ब इग्न। देश आडन শরীরের পুষ্টি সাধনে নিতান্ত প্রয়োজনীয় } এবং উহা হইতেই রক্ষাভ্যন্তরে ধূনা,শর্করা, তৈল, মোম ও নানাবিধ বর্ণ উৎপন্ন হুইয়া উদ্ভিদের উৎপত্তির নিয়ম। ইহা দ্বিবিধ –বীজ ও অঙ্কুর। ইহাদের মধ্যে বীজই প্রধান। দুইটি পৃথক পৃথক অঙ্গের পরস্পর সংযোগ দ্বারা ঐ বীজ উৎপন্ন হয়। এই বীজ ও তদুপরিস্থ ৰাজাবরণের সাধারণ নাম ফল। অঙ্কুর সকল উদ্ভিদের নানা স্থান হইতে উৎপন্ন হয়। যথা পত্র ও কাণ্ডের সংযোগ-স্থল বা গ্রন্থিতে। যেমন ওল ও বিলাতি আলুর মৃত্তিক-নিহিত কন্দ। কতকগুলি উদ্ভিদ আবার কৃত্রিম উপায় স্থার উৎপাদিত হয়। যেমন গোলবি ও করা ফুলের ডাল মূলৱক্ষ হইতে ছিম করিয়া আদ্র ভূমিতে পুতিলে উহা হইতে মন্থর ও শিকড় বাহির হয় এবং কালক্রমে उहाँहै ५कति श्रउऊ इय इहेक उष्ठे । আত্রের ঘোড় কলমও এই কৃত্রিম উপায়ের ; अन्न ७क िफ़ैशाश्व्रर्थ श्ण । - উদ্ভিদ তন্ত। একখানি প্রস্তরভাদিয়া ! अश्रौक५ यत्र बांज्ञा निर्ब्रौभ५ कब्रिटन - }ধুলিকণার ন্যায় নিরবচ্ছিন্ন একাকারে কিতগুলি পদার্থ নয়নগোচর হয়। উদ্ভিদ ছেদন করিয়া ঐ রূপে নিরীক্ষণ করিলে সেরূপ লক্ষিত হয় না। বরং তৎপরিবর্তে | কতক গুলি সূক্ষ সূক্ষ অণ্ডাকৃতি পদার্থ | পরস্পর সংসক দেখিতে পাওয়া যায়। ] ইহাদিগকে কোষ বলে। এতদ্ভিন্ন নলের । ন্যায় আর এক প্রকার পদার্থও পূৰ্ব্বৱৎ | পরস্পর সংলগ্ন থাকে। এই গুলিকে দীর্ঘ | কোষ বা শিরা কহে। কিন্তু শেষোক্ত | শিরাগুলি প্রথমোক্ত কোষের উপর্যুপরি বিন্যাস বশতই সেরূপ দীর্ঘাকার হয় । উদ্ভিদের অন্তর্বত্তী রাসায়ণিক { উপাদান । প্রাণীর ন্যায় উদ্ভিদ-শরীরে | অপরাপর বস্তু অপেক্ষা জলের ভাগই { অধিক । উদ্ভিদ-তম্ভতে জলের মূলীভূত f রূঢ় পদার্থ অর্থাৎ প্রাণবায়ুও লঘু বায়ু ভিন্ন | অঙ্গার ও নাইট্রোজেন (ক্ষরভু) নামক । আর দুইটি রূঢ় পদার্থ প্রাপ্ত হওয়া যায়। | শেষোক্ত পদার্থ, সকল স্থানে লক্ষিত | रुग्न न। किस्त्र उडिन-उख् भारखंदै त्रु | অস্কার আছে, কাষ্ঠ দগ্ধ করিয়া দেখিলেই | তাহা অনায়াসে প্রতিপন্ন হইতে পারে। ীি স্থক্ষে যে জলের ভাগ দেখিতে পাওয়া যায় } তাহার অধিকাংশই মূল দ্বাররক্ষাভ্যস্তরে } নীত হয়। উদ্ভিদগণ পত্র দ্বারা বায়ুমণ্ড- | লের আঙ্গারিক অল্প হইতে অস্কার এবং, মূল দ্বারা বৃত্তিক অংশভুত শোর বা নিশাদল হইতে জলবৎ ক্ষীরভূ অর্থাৎ নাই o ট্রোজেন বায়ু গ্রহণ করিয়া থাকে। এণ্ড । ভিন্ন অধিকাংশ উদ্ভিদের মধ্যে যে দুই একটি ৷ খনিজ পদার্থ লক্ষিত হয় তাৰাও জলবৎ ॥ অবস্থায় মূল দ্বারা আকৃষ্ট হয় to il