পাতা:ভূগোল সার.djvu/৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
আফ্রিকা।
৩৯

 শেনেগাল নদীর মোহানার সমীপবর্ত্তি বর্ড অন্তরীপ। পাল্মাস অন্তরীপ গিনিয়াদেশের সীমার নিকট আছে।
 অতি বিখ্যাত গুডহোপ অন্তরীপ, যাহা ১৪৯৭ শালে বাস্কোডিগামা নামক জর্ম্মণি দেশীয় এক সাহেব দ্বারা প্রকাশিত হয়, তাহা এবং গোর্দ্দাফুই অন্তরীপ, এই প্রায়দ্বীপের সন্নিহিত পূর্ব্বসীমা।

আফ্রিকার দ্বীপ।

 পূর্ব্বসীমাস্থ মেডাগাস্কর প্রধান দ্বীপ, তদ্দেশীয় রাজার অধিকারস্থ।
 মরিসিয়া, অথবা আইল অবফ্রান্স, তাহা ইংলণ্ডাধিকৃত, এবং বুর্ব্বন দ্বীপে ফ্রেঞ্চজাতির অধিকার।
 এজোর্স, কেপ ডি বর্ড, এবং মেডিরিয়। এই তিন দ্বীপে পোর্ত্তুগীজ দিগের অধিকার।
 কেপ ডিবর্ড এবং মেডিরিয়ার মধ্যবর্ত্তী কেনারীদ্বীপ, স্পেইন জাতীয়দিগের অধিকার। উক্ত দ্বীপস্থ এক শৃঙ্গি পর্ব্বত সকলের মধ্যে টেনেরিফী পর্ব্বত শ্রেষ্ঠ।
 নাইগর নদীর মোহানাস্থ ফর্নাণ্ড পো এবং বঙ্গোএলা দেশের,দক্ষিণ পশ্চিমস্থ সেইণ্ট হেলেনা এক উচ্চ গিরি, এই সকল স্থানে ইংলণ্ডীয়দিগের অধিকার।

আফ্রিকার প্রধান বাণিজ্য দ্রব্য।

 গুড়হোপ অন্তরীপ প্রকাশের পূর্ব্বে ভারতবর্ষের প্রায় সম