পাতা:মহারাষ্ট্র-নৃপেন্দ্রকুমার বসু.djvu/১৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মহারাষ্ট্র చిe মধ্যে দলাদল্লি কৃষ্টি করা অথবা সেনাধ্যক্ষনের যুদ্ধ দেওয়ার ব্যবস্থাকর ইত্যাদি এক দলের কাজ ছিল; আর একদলের কাজ ছিল দেওয়ানী ও ফৌজদারী কর্মচারীদের রীতি-চরিত্রের উপর নজর রাধ এবং পলাতক আগামীদের সদ্ধান করা। কাহারও কোনরূপ বেচাল দেখিলে, কাহাকেও ঘুষ বা বখশীশ, আদায় করিতে দেখিলে অথবা প্রজাপীড়ন করিতে দেখিলে, আর রক্ষা ছিল না—তাহার চাকরী লইয়া টানাটানি পড়িয়া বাইত। মূড়ন কোন কৰ্ম্মচারী বাহাল হইবার সময় বিভাগীয় কfার পরিচিত একজন পুরাতন রাজ-কৰ্ম্মচারীকে উহার বিশ্বস্তুত ও সচ্চরিত্রতার জন্তু জামীৰ হইতে হইত। गहन्न श्रेरउ पूिरू क-अरुबम 'शङ्काद्र পদবীযুক্ত ব্রাহ্মণ, জেলার সমস্ত দুর্গ ও মুবার বাংলয়িক হিসাব-পত্ৰ নিখুঁতভাবে পরীক্ষা (audit) করিবার জন্ত নিয়া বেড়াইতেন। প্রতি গৈষ্ঠালেও একজন করিয়া মজুমদার শুনিনে। আমীর পদবীধারী ব্যক্তিগণ প্রজার নামধাম, পেশার তালিক, প্রয়োজনীয় দলীল-দস্তাবেঙ্গসমূহের নকল করতেন ও সম-ওয়াশীল-বাকীর একটা ফর্দ ভৈয়ার করিয়া সদরে পাঠায় দিতেন। হিসাবের গরমিল হইবার কোন জো ছিল না কোন বিষয়ে মিতবায়িতার অভাব ঘটিবার উপায় স্থিল না। যুদ্ধ বা লুন্ঠনকালে লোক, বালক ও রুদ্ধের উপর অত্যাচার করা শিবাজীর নিষেধ ছিল। গোমহিষ ও কৃষককুল,