পাতা:মহারাষ্ট্র-নৃপেন্দ্রকুমার বসু.djvu/১৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ৰাষ্ট্র 3o গাকোণে পতিত হইয় তাহাদিগকে ছিন্নভিন্ন করিয়া দিল। ইংরাজ পক্ষেয় প্রায় ৫ee সেনা হত হইল ; কয়কটি কামান ও বহু রসদ মারহার্টার লুঠয়া লইল । ওদিকে পপ হাম নামক আর একজন ইংরাঙ্গ সেনানায়ক হাংগেয়রি আক্ৰম কঢ়ি রাজধানীর হুছে টি বহু কষ্টে হস্তগত করিলেন। মাধবল্পী ( মাধোজী ) সিন্ধিয়া তখন বাঁধা হইয়। ইংরাজদের সহিত একটা পৃথক সন্ধি করিলেন। উভয় পক্ষেয় এই হারজিতের পর সালুম্বাই নামক স্থামে এক শক্তি হইল। সন্ধির ফলে ইংরাজা মহারাষ্ট্ৰীয়দের সময় স্থান ফিরাইয় দিলেন এবং বাঁঘোবার পক্ষ পরিত্যা করিলেনঃ রাখাব৷ তিন লক্ষ টাকা করিয়া বাৎসরিক কুঞ্জি পাইবেন-স্থির हहेंल ! মাধবী সিদ্ধির ইংরাজদের মৃত্তি বন্ধুত্ব বঙ্গায় রাখিয়া আবার নিজের ক্ষমতা বৃদ্ধি করিড়ে লাগিলেন। তিনি দিল্লীর বাশ। শাহ আলমকে হাতে মুটার মধ্যে আনিয়, স্বয়ং প্তাহার সেনাপতি হইলেন এবং পেশওয়ার জন্তু উজীর গনন্দ আদায় করিয়া লইলেন। লিম্বিয়ার চেষ্টায়ই পুনায় একজন ইংরাজ দূত রাখবার বন্দোবস্তু হইয়াছিল। একজন ফরাসী সেনাপতির অধীনে সিদ্ধিয়ার ক্লিশ হাজার সৈন্তু ইউরোপীয় যুদ্ধবিদ্যায় সুশিক্ষিত ইয়া উঠিয়াছিল। সিদ্ধিয়াইলোর রাজ্য আক্রমণ করিয়াছিলেন এবং রাজপুত শক্তিকেও যথেষ্ট খৰ্ব্ব করিয়া ছাড়িয়াছিলেন। এই সময় মলুহররাও হোল্কারের