পাতা:মহারাষ্ট্র-নৃপেন্দ্রকুমার বসু.djvu/৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

क्रीडांड्रे శు: অধীশ্বর হইয় উঠলেন । এইভাবে দাক্ষিণাত্যে বাহ,মানী সাম্রাজ্যের প্রতিষ্ঠা হইল। তাহার রাজধানী স্থাপিত হইল আধুনিক কুলবর্গ বা গুলবর্গার গায়ে ; উহার নূতন নামকরণ হইল হাসানাবাদ ( ১৩৪৭ খৃঃ) । ভাগ্যচক্রের এই অদ্ভুত পরিবর্তনে, জাফর খাঁ ওরফে সম্রাট, হাসানু বাহমানী উহার পূর্ববস্থার কথা ভুলিয়া যান নাই। কৃতজ্ঞতার মর্যাদা রাখতে, তিনি উছার পূর্বতন মনিবাক দিল্লী হইতে সসম্মানে ডাকিয় পাঠাইয়া, তাহাকে দেওয়ানের পদ প্রদান করিলেন। উত্তর কালে দেওয়ানের পরামর্শ ব্যতীত তিমি কোন গুরুতর রাজকাৰ্য্য করিতেন না । ১৩৫৮ খ্ৰীষ্টাব্দে হাসানু বাহমানীর যখন মৃত্যু হইল, তখন উছার রাজ্য-সীমা উত্তরে প্রাণহিত ও পেলগঙ্গা নদীর তীর পর্যন্ত, দক্ষিণে কৃষ্ণ নদীর তীর পর্যন্ত, পূর্বে ওয়ারাঙ্গল রাজ্যের সীমা (বর্তমান নিজামরাজ্যের এক তৃতীয়াংশ পূৰ্ব্বভাগ) পর্যন্ত এবং পশ্চিমে চন্দের ও মহানদীর মধ্যস্থ ভূভাগ পর্যন্ত বিস্তৃত ছিল। হাসান বাংমানীর পর আরো তেরো পুরুষ ১৫১৮ খৃষ্টাব্দ অবধি বিপুল বাহমানী সাম্রাজ্য শাসন করেন। ইতোমধ্যে পেনগঙ্গার উত্তরে বেরার দেশের অধিকাংশও বাহু মানী রাজ্যের সামিল হইয়াছিল। বাহ্মনী বংশের পাঠান রাজগণের দেড় শত বৎসরের শাসনকাল-মধ্যে অধিকাংশ মহারাষ্ট্রভূমিই উহাদের ভাবে ছিল। বিস্তু বহু দেশমুখ ও নায়ক নাম মাত্র অধীনতা স্বীকার করিয়া ছিলেন এবং উহাদের কেহ কেহ কেন্দ্রীয় শাসন ও সৈন্য