পাতা:মানিক বন্দ্যোপাধ্যায় রচনাসমগ্র প্রথম খণ্ড.djvu/১২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bang labOOKS. in S SR8 মানিক রচনাসমগ্ৰ শ্যামা বলিয়া আসিল, সামনের রবিবার দিন ভালো আছে, ওইদিন আসিয়া সুবৰ্ণকে লইয়া যাইবে। না, তাকে বলা মিছে, বউকে সে আর বাপের বাড়ি ফেলিয়া রাখিতে পরিবে না। সুবর্ণের মাসি বলিল, এই তো সেদিন এল, এর মধ্যে এত তাড়া কেন? আরেকটা মাস থেকে যাক । শ্যামা বলিল, না বাছা না, তুমি বোঝা না, —যার ছেলের বউ সে ছাড়া কারও বুঝবার কথা নয়-ঘর আমাৰ আঁধাব হয়ে আছে। একে একে দিন গেল। ঋতু পরিবর্তন হইল জগতে। শীত আসিল, শীতল পরলোক গেল, শ্যামা ধরিল বিধবার বেশ, তারপর শীতও আর রহিল না। সুবৰ্ণকে শ্যামা যেন বুকের মধ্যে লুকাইয়া রাখিয়া একটি দিনের প্রতীক্ষা করিতে লাগিল, কোথায় গেল ক্ষুদ্র বিদ্বেষ, তুচ্ছ শত্ৰুতা! সুবর্ণের জীবন লইয়া শ্যামা যেন বঁচিয়া রহিল। তারপর এক চৈত্র নিশায় এ বাড়ির যে ঘরে শ্যামা একদিন বিধানকে প্রসব করিয়াছিল। সেই ঘরে সুবৰ্ণ অচৈতন্য হইয়া গেল, ঘরে রহিল কাঠকয়লা পুড়িবার গন্ধ, দেয়ালে রহিল। শায়িত মানুষের ছায়া, জানালার অল্প একটু ফঁাক দিয়া আকাশের কয়েকটা তারা দেখা গেল আর শ্যামার কোলে সম্পান্দিত হইতে লাগিল জীবন।