পাতা:মানিক বন্দ্যোপাধ্যায় রচনাসমগ্র প্রথম খণ্ড.djvu/২৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bang labOOOkS. in দিবারাত্রির কাব্য Տ ՆԳ হাসিস ক্যানো লো! একি হাসির কথা? বিশ বছর ধরে খুঁজে তোর বােপকে খুন করতে এসেছে, তা জানিস ? আনন্দ বলল, কী সব বালছ মা ? এর মধ্যেই— এর মধ্যেই কী লো ? বল না, এর মধ্যেই কী বলছিস ? কিছু না মা। চুপ কবো। মালতী। কিন্তু ছাড়ল না। এর মধ্যেই গিলেছি নাকি আজ, এই তো বলছিলি ? না গিলিনি! কারণ হল সাপনে বসার জন্য, যখন তখন আমি ও সব গিলি না বাপু । হেরম্ব জিজ্ঞাসা করল, কী মালতী বাউদি ? মন্দ ? মদ নয়। কাবণ। ধর্মের জন্য একটু খাওয়া, এই আর কী। আনন্দ বলল, মদ খাওয়া হল ধর্ম। মালতী বলল, নয়? এবার বাবা এলে শুধোস। মালতী হেরম্বের দিকে তাকাল, বাবার আদেশে একটু একটু খাই হেত্বহ্ম। প্রথমে হয়েছিলাম। বৈষ্ণব।--ভক্তিমাৰ্গ পোষাল না। এবার তাই জোরালো সাধনা ধবেছি। বাবা বলেন--- বাবা কে ? আমার গুণগু দেব। শ্রীমৎ স্বামী মশালবাবা। —-নাম শোননি ? দিবা।বাত্ৰি মশাল জেলে সাধন করেন। মালতী যুক্তকর কপালে ঠেকাল। আনন্দ বলল, কারণ খাওয়া যদি ধর্ম মা, আমি সেদিন একটু খেতে চাইলাম বলে মারতে উঠেছিলে কেন ? কাল থেকে আমিও পেট ভরে ধর্ম করব মা। LBDB BDBBS BuBBB a BBB DBuDuD SBSBBB 0 BBB BBBB BDBB OD DBDBBB S BBB LLLBBBDB BBDD D মালতী বলল, কবেই দেখিস ! তুমি কব কেন ৮ আমার ধর্ম কববাব বয়স হয়েছে। তুই একরাত্তি মেয়ে, তোর ধর্ম আলাদা। আমার মতো বন্যাস হলে তখন তুই এ সব ধর্ম করবি, এখন কী? যে বয়সের যা। তুই নাচিস, আমি নাচি ? আনন্দ হেসে বলল, নোচো না, নোচে। নাচতে তো বাপু একদিন! এখনও এক একদিন বেশি। কবে কারণ খেলে যে নাচটাই নাচো—- তোব মতো বেযাদব মেযে সংসারে নেই আনন্দ ! মালতীব পরিবর্তন হেরম্ব বুঝতে পারছিল না। সে মোটা হয়েছে, তার কণ্ঠ কৰ্কশ, তার কথায় ব্যবহারে কেমন একটা নিলাজ বৃক্ষতার ভাব। আনন্দের মধ্যস্থত না থাকলে মালতীর মধ্যে সত্যবাবুর মেয়েব কোনো চিহ্নই খুঁজে না পেয়ে হেরম্ব হয়তো আজ আরও একটু বুড়ো, আরও একটু বিষাদগ্ৰস্ত হয়ে বাড়ি ফিরত। কুড়ি বছরের পুরোনো গৃহত্যাগের ব্যাপারটার উল্লেখ মালতী নিজে থেকেই করেছিল, দ্বিধা করেনি, লজ্জা পায়নি। এটা সে বুঝতে পারে। বুঝতে পারে যে দশ বছরের মধ্যে একদিনের লজ্জাতুরা নববধূ যদি সকলের সামনে স্বামীকে বাজারেব ফর্দ দিতে পারে, মালতীর বাড়ি ছেড়ে বেরিয়ে আসাটা কুড়ি বছর পরে তুচ্ছ হয়ে যাওয়া আশ্চর্য নয়। কিন্তু তার পরিচয় পাবার পরেও কারণ না এনে দেবার জন্য অনাথকে সে তো অনুযোগ পর্যন্ত করেছিল!! আনন্দের সঙ্গে তর্ক করে মদকে কারণ নাম দিয়ে ধর্মের নামে নিজেকে সমর্থন করতেও তার বাধেনি। মালতী এ ভাবে বদলে গিয়েছে কেন ? তার ছেলেবেলার রূপকথার অনাথ আজও তেমনি আছে, মালতীকে এ ভাবে বদলে দিল কীসে?